TRENDING:

Rail: আপ-ডাউন লাইনে ছিঁড়েছে ওভারহেডের তার, ঘণ্টার পর ঘণ্টা পরপর স্টেশনে দাঁড়িয়ে ট্রেন, চূড়ান্ত ভোগান্তি

Last Updated:

Rail: ওভারহেডের তার ছিড়ে যাওয়ার জন্য ঘণ্টার পর ঘণ্টা দুর্ভোগ যাত্রীদের। একাধিক স্টেশনে দাঁড়িয়ে রয়েছে ট্রেন। কোথাও কোথাও ট্রেন চলাচল করলে তাও করছ খুবই ধীর গতিতে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হুগলি: সাত সকালে কাজে বেরিয়েই ট্রেনে বিপত্তি! ট্রেনের ওভারহেডের তার ছিঁড়ে যাওয়ার জন্য ঘণ্টার পর ঘণ্টা দুর্ভোগ যাত্রীদের। একাধিক স্টেশনে দাঁড়িয়ে রয়েছে ট্রেন। কোথাও কোথাও ট্রেন চলাচল করলে তাও করছ খুবই ধীর গতিতে। বৃহস্পতিবার অফিস টাইম থেকেই ট্রেনের বিপত্তির কারণে চরম হেনস্থার মুখে রেলযাত্রীরা। সপ্তাহের মাঝামাঝি দিনে ব্যান্ডেল ও হুগলি স্টেশন ও ব্যান্ডেল ও আদি সপ্তগ্রাম স্টেশনের মাঝে আপ ও ডাউন দুটি লাইনেই ওভারহেডের তার ছিঁড়ে যাওয়ার জন্য ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় কাটোয়া ও বর্ধমান শাখার।
advertisement

বৃহস্পতিবার সকাল ৮:০৫ মিনিটের ব্যান্ডেল হাওড়া লোকালের প্যান্টোগ্রাফের সঙ্গে ওভারহেড তার জড়িয়ে ছিঁড়ে যায়। অন্যদিকে, ব্যান্ডেল ঢোকার মুখে একটি ডাউন বর্ধমান হাওড়া লোকালের ওভারহেড তার ছিঁড়ে যায়, যার ফলে আপ ও ডাউন লাইনের সমস্ত লোকাল ও এক্সপ্রেস ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে অসংখ্য নিত্যযাত্রী ও সাধারণ যাত্রী চরম ভোগান্তির মুখে পড়েন।

advertisement

আরও পড়ুনঃ লক্ষ লক্ষ যাত্রীদের জন্য সুখবর! ২০২৫-এর মধ্যেই রেলের দিচ্ছে ‘বিরাট’ উপহার, জানুন আপনিও

ডাউন ৩৭৯১৬ কাটোয়া লোকাল দাঁড়িয়ে থাকে কুন্তিঘাট স্টেশনে, পরের ডাউন ট্রেন ৩৭৯১৮ গুপ্তিপাড়া স্টেশনে দাঁড়িয়ে থাকে। চন্দননগর স্টেশনের দাঁড়িয়ে থাকে আপ বালুরঘাট এক্সপ্রেস, শেওড়াফুলি স্টেশনে দাঁড়িয়ে পড়ে আপ বর্ধমান লোকাল। হুগলি স্টেশনে দাঁড়িয়ে থাকে আপ ব্যান্ডেল লোকাল। এরপরেই রেলের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছয়। টানা প্রায় দু-ঘণ্টা ধরে ট্রেন চলাচল ব্যাহত থাকে। ফলে বিভিন্ন স্টেশন যাত্রীদের ভিড় বাড়তে থাকে।

advertisement

View More

যাত্রীরা অনিশ্চয়তার মধ্যে অপেক্ষা করতে বাধ্য হন। তবে, রেল কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা গ্রহণ করে মেরামতের কাজ শুরু করে। দ্রুততার সঙ্গে কাজ সম্পন্ন করে ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালায়। সকালের ব্যস্ত সময়ে এ ধরনের ঘটনায় নিত্যযাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছয়। রেল কর্তৃপক্ষের দ্রুত তৎপরতায় পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক করার চেষ্টা করে। সকাল ৮:০৫-এর ব্যান্ডেল লোকাল সকাল দশটা নাগাদ হাওড়ার উদ্দেশ্যে ছাড়ে। হুগলি স্টেশনে দাঁড়িয়ে থাকা আপ ব্যান্ডেল লোকাল ব্যান্ডেলে ঢোকে ১০:১৫ মিনিটে। ধীরে ধীরে ট্রেন চলাচল স্বাভাবিক হতে শুরু করে। এখনও পর্যন্ত সব স্টেশনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়নি। তবে স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে রেল কর্তৃপক্ষ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ঘূর্ণিঝড় মন্থার জের! আর কত দিন সমুদ্রে যেতে পারবেন না মৎস্যজীবীরা? জানিয়ে দিল মৎস্য দফতর
আরও দেখুন

রাহী হালদার

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Rail: আপ-ডাউন লাইনে ছিঁড়েছে ওভারহেডের তার, ঘণ্টার পর ঘণ্টা পরপর স্টেশনে দাঁড়িয়ে ট্রেন, চূড়ান্ত ভোগান্তি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল