TRENDING:

Indian Railways: ভেন্ডর মুক্ত সন্ধ্যার কল্যাণী স্পেশ‍্যাল! চালানোর উদ্যোগ শিয়ালদহ ডিভিশনের

Last Updated:

Indian Railways: শিয়ালদহ ডিভিশনের পক্ষ থেকে যাত্রী নিরাপত্তা ও ভ্রমণের অভিজ্ঞতা উন্নত করতে বিধাননগর রেলস্টেশনকে ‘ভেন্ডর-মুক্ত’ স্টেশন হিসেবে ঘোষণা করার পথে হাঁটা হয়েছে। এরই মধ্যে বিধাননগর স্টেশন থেকে সন্ধ্যায় শিয়ালদহ মেন লাইনে যাত্রী সুবিধায় স্পেশ‍্যাল লোকাল চালানোর সিদ্ধান্ত নিল রেল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শিয়ালদহ: শিয়ালদহ ডিভিশনের পক্ষ থেকে যাত্রী নিরাপত্তা ও ভ্রমণের অভিজ্ঞতা উন্নত করতে বিধাননগর রেলস্টেশনকে ‘ভেন্ডর-মুক্ত’ স্টেশন হিসেবে ঘোষণা করার পথে হাঁটা হয়েছে। এরই মধ্যে বিধাননগর স্টেশন থেকে সন্ধ্যায় শিয়ালদহ মেন লাইনে যাত্রী সুবিধায় স্পেশ‍্যাল লোকাল চালানোর সিদ্ধান্ত নিল রেল। বিধাননগর স্টেশন থেকে সন্ধ্যা ১৯:২৫ মিনিটে ছাড়বে এই ট্রেন। কল্যাণীতে এই ট্রেন পৌঁছবে রাত ২০:৩৬ মিনিটে। আবার এই স্পেশ‍্যাল ট্রেন কল্যাণী থেকে ছাড়বে রাত ২০:৫২ মিনিটে। ট্রেন শিয়ালদহ স্টেশনে পৌঁছে যাবে রাত ২২:১৯ মিনিটে। এই উদ্যোগের মূল লক্ষ্য হল — যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা, স্টেশনে চলাচল আরও সুষ্ঠু করা, যানজট কমানো এবং স্টেশন চত্বরকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও সচল রাখা।
* ভেন্ডর মুক্ত বিধাননগর স্টেশন থেকে সন্ধ্যায় কল্যাণী স্পেশাল চালানোর উদ্যোগ শিয়ালদহ ডিভিশনের
* ভেন্ডর মুক্ত বিধাননগর স্টেশন থেকে সন্ধ্যায় কল্যাণী স্পেশাল চালানোর উদ্যোগ শিয়ালদহ ডিভিশনের
advertisement

আরও পড়ুনঃ জেলায় জেলায় ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’-এর গাইডলাইন দিল নবান্ন! রাজ্যে কবে চালু এই প্রকল্প?

স্টেশনে অপ্রয়োজনীয় ভিড় রোধ এবং অননুমোদিত বিক্রেতাদের দৌরাত্ম্য বন্ধ করতেই রেলের এই পরিকল্পনা। বিধাননগর স্টেশনে যেসব অননুমোদিত ভ্রাম্যমাণ হকার বা বিক্রেতা দীর্ঘদিন ধরে জায়গা দখল করে রাখছেন, তাদের অপসারণ করা হবে। শুধুমাত্র লাইসেন্সপ্রাপ্ত হকারদের নির্দিষ্ট জায়গা বরাদ্দ করা হবে। রেল সূত্রে খবর, স্টেশনের সৌন্দর্যায়ন ও সুরক্ষা পরিকল্পনার সঙ্গেই যুক্ত এই পদক্ষেপ।সাধারণ দিনে বিধাননগর স্টেশনে প্রায় ১.৭ লক্ষ যাত্রী যাতায়াত করেন যার মধ্যে আমরা কেবল সকাল ও সন্ধ্যার ব্যস্ত সময়ে ১ লক্ষেরও বেশি যাত্রী ভ্রমণের অভিজ্ঞতা লাভ করি। বিপুল সংখ্যক যাত্রী ভিড়ের সম্মুখীন হন, যা রেলকে দীর্ঘমেয়াদী সমাধান খুঁজতে বাধ্য করে।রেলের তরফে জানানো হয়েছে, “আমাদের লক্ষ্য শুধুমাত্র পরিষেবা প্রদান নয়, বরং যাত্রীদের একটা নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় অভিজ্ঞতা দেওয়া। এই উদ্যোগ তারই অংশ। শীঘ্রই আরও কয়েকটি স্টেশনেও একই রকম পরিকল্পনা রূপায়ণ করা হবে।”

advertisement

শহরের অন্যতম গুরুত্বপূর্ণ এই স্টেশনগুলিতে প্রতিদিন কয়েক হাজার যাত্রী যাতায়াত করেন। সেই পরিকাঠামোকে আরও উন্নত এবং নিয়ন্ত্রিত করতেই রেলের এই পদক্ষেপ প্রশংসনীয়। ভবিষ্যতে এই ধরণের পরিকল্পনার সঠিক বাস্তবায়ন হলে স্টেশনগুলির পরিবেশ আরও নিরাপদ, সুশৃঙ্খল ও ভ্রমণ উপযোগী হয়ে উঠবে, এমনটাই আশা যাত্রীদের।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Indian Railways: ভেন্ডর মুক্ত সন্ধ্যার কল্যাণী স্পেশ‍্যাল! চালানোর উদ্যোগ শিয়ালদহ ডিভিশনের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল