Durga Puja 2025 : দেশ-বিদেশের কীর্তি নয়, মাটির ঘরেই উমার আগমন! থিমে লুকোনো চমক দেখে অবাক হবেন
- Reported by:Syed Mijanur Mahaman
- hyperlocal
- Published by:Nayan Ghosh
Last Updated:
Durga Puja 2025 : চোখ ধাঁধানো বিশাল মন্ডপ নয়, মাটির ঘরে আগমন হল উমার। এমনই অভিনব পরিবেশবান্ধব থিম বেছে নিয়েছে দাসপুর কৃষ্টি সংসদ।
advertisement
1/5

দাসপুর নবীন সংঘ ও গ্রামবাসী বৃন্দ এবছরের দুর্গোৎসবের জন্য থিম হিসেবে বেছে নিয়েছে পুরনো দিনের মাটির ঘর। মাটির ঘরে উমার আগমনকে কেন্দ্র করে গোটা পুজো মণ্ডপ সাজানো হয়েছে। বাঙালিয়ানার গন্ধে ভরা এই থিমে যেন গ্রামবাংলার অতীত দিনের ছোঁয়া মিলছে। <strong>(ছবি ও তথ্য - মিজানুর রহমান)</strong>
advertisement
2/5
মণ্ডপে প্রবেশ করলেই দেখা যাচ্ছে মাটির দেয়াল, খড়ের চাল, লণ্ঠনের আলো আর ঘরোয়া সাজসজ্জা। প্রতিমার আবহের সঙ্গে মিল রেখে এই থিম তৈরি করা হয়েছে। ফলে দর্শনার্থীরা পুরনো দিনের স্মৃতিতে ফিরে যাচ্ছেন। শুধু স্থানীয় বাসিন্দারা নয়, আশপাশের গ্রাম ও দূর-দূরান্ত থেকেও মানুষ ভিড় জমাচ্ছেন এই মণ্ডপে।
advertisement
3/5
পুজো কমিটির অন্যতম সদস্য অসক আদক জানান, এবারের থিম দর্শকদের মন কেড়েছে। প্রতিদিনই ভিড় বেড়েই চলেছে। এই সাড়া আমাদের জন্য অত্যন্ত আনন্দের। কমিটির আশা, দুর্গাপুজোর চারদিন ধরে এই ভিড় আরও বাড়বে এবং দর্শনার্থীরা বাঙালিয়ানার পুরোনো দিনের স্বাদ উপভোগ করবেন। <span style="color: currentcolor;">দাসপুর কৃষ্টি সংসদের পরিচালনায় এ বছরের দুর্গাপুজো ৪১তম বর্ষে পদার্পণ করল। দীর্ঘ চার দশকের এই যাত্রা এখন স্থানীয় মানুষের গর্বের উৎসব হয়ে উঠেছে।</span>
advertisement
4/5
এবারের থিম, সম্পূর্ণ প্রাকৃতিক উপকরণ দিয়ে মণ্ডপ ও প্রতিমা সাজানো হয়েছে। পরিবেশবান্ধব এই উদ্যোগ ইতিমধ্যেই দর্শকদের বিশেষভাবে আকর্ষণ করছে।
advertisement
5/5
ঘাটাল–পাঁশকুড়া রাজ্য সড়কের দাসপুর বাসস্ট্যান্ড সংলগ্ন স্থানে তৈরি হয়েছে এই পুজোমণ্ডপ। রাস্তার ধারে হওয়ায় প্রতিদিন হাজারো মানুষ ভিড় জমাচ্ছেন থিম ও প্রতিমা দর্শনের জন্য। <strong>(ছবি ও তথ্য - মিজানুর রহমান)</strong>
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2025 : দেশ-বিদেশের কীর্তি নয়, মাটির ঘরেই উমার আগমন! থিমে লুকোনো চমক দেখে অবাক হবেন