*২০.১২.২০২৫ তারিখে অতিরিক্ত ইএমইউ পরিষেবা:*
• লালগোলা – রানাঘাট ইএমইউ স্পেশাল ট্রেনটি লালগোলা থেকে সকাল ০৬:৩০ মিনিটে ছেড়ে রানাঘাট পৌঁছবে সকাল ০৯:২৫ মিনিটে।
• কল্যাণী – কৃষ্ণনগর ইএমইউ স্পেশাল ট্রেনটি কল্যাণী থেকে সকাল ০৭:৪০ মিনিট এবং ০৮:০৪ মিনিটে ছেড়ে যথাক্রমে সকাল ০৮:৩৬ মিনিট এবং ০৯:০০ মিনিটে কৃষ্ণনগর পৌঁছবে।
advertisement
আরও পড়ুন: ২৩৩৮ স্কুল আর থাকছে না উচ্চ প্রাথমিক স্তরে, প্রাথমিকের আওতায় আনা হল পঞ্চম শ্রেণিকে! জানুন
*মেল/এক্সপ্রেস ট্রেনের অতিরিক্ত স্টপেজ (যাত্রা শুরু ২০.১২.২০২৫):*
• ১৩১০৪ লালগোলা – শিয়ালদহ ভাগীরথী এক্সপ্রেস এবং ১৩১১৮ লালগোলা – কলকাতা ধান্য ধান্য এক্সপ্রেস ট্রেনটি বাদকুল্লা ও তাহেরপুর স্টেশনে থামবে।
• ১৩১১৩ কলকাতা – লালগোলা হাজারদুয়ারি এক্সপ্রেস ট্রেনটি কল্যাণী, চাকদহ, বাদকুল্লা ও তাহেরপুর স্টেশনে থামবে।
এছাড়াও সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, ২০.১২.২০২৫ তারিখে ৩১৭৭৬ কৃষ্ণপুর – কাসিমবাজার ইএমইউ লোকাল ট্রেনটির উৎস ও গন্তব্য পরিবর্তন করে সময়সূচি পুনঃনির্ধারণ করা হবে এবং ট্রেনটি লালগোলা থেকে সকাল ০৬:১২ মিনিটে ছেড়ে কালিনারায়ণপুর পৌঁছাবে সকাল ০৮:৫৫ মিনিটে। ২০.১২.২০২৫ তারিখে ট্রেনটি পথের সমস্ত স্টেশনে থামবে।
আরও পড়ুন: শীতের আমেজে সামান্য টান, উইকেন্ডে ফুরফুরে হাওয়া উধাও! জাঁকিয়ে ঠান্ডা কবে থেকে? জানুন ওয়েদার আপডেট
তাছাড়া, ২০.১২.২০২৫ তারিখে দুপুর ১২:০০টা থেকে সন্ধ্যা ১৮:০০টা পর্যন্ত রানাঘাট এবং লালগোলার মধ্যে উভয় দিকের সমস্ত ইএমইউ এবং মেমু ট্রেনগুলি পথের সমস্ত স্টেশনে থামবে। শনিবার নদিয়ার তাহেরপুরে জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই সভায় যোগ দিতে বিভিন্ন দিক থেকে রাজনৈতিক কর্মীরা আসবেন। ফলে শনিবার শিয়ালদহ-লালগোলা সেকশনে সকাল ও দুপুরের দিকে যাত্রী পরিষেবার চাপ বাড়বে। তাই এই অতিরিক্ত ট্রেন চালানো হচ্ছে।
যদিও শিয়ালদহ ডিভিশনের রেল আধিকারিকরা জানাচ্ছেন, এখন উৎসবের মরসুম। যাত্রীদের চাপ যথেষ্ট রয়েছে। এই অবস্থায় বিশেষ কোনও সভা থাকলে আরও যাত্রীদের চাপ তৈরি হয়। তাই এই বিশেষ পরিষেবা যাত্রীদের সুবিধার জন্য।
