TRENDING:

Indian Railways: হঠাৎ ট্রেন থেকে ধোঁয়া, বাংলায় ফের বিরাট আতঙ্কের ঘটনা! চরম দুর্ভোগ আমজনতার

Last Updated:

Indian Railways: ঘটনাস্থলে এসে দমকল আগুন নেভায়। ঘটনাস্থলে ছুটে আসেন খড়্গপুর ডিআরএম। ঘটনাস্থল পরিদর্শন করেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
খড়গপুর: বাহানাগা রেল দুর্ঘটনার পর দুর্ঘটনা আতঙ্ক পিছু ছাড়ছে না কিছুতেই। সঙ্গে জুড়েছে রেল আতঙ্ক। সোমবার ভোরে ডাউন একটি কন্টেইনার থেকে ধোঁয়া বেরোতে দেখে আতঙ্ক ছড়ায়। ওড়িশার দিক থেকে খড়্গপুরের দিকে যাওয়া কন্টেনারটি বাখরাবাদ স্টেশনের কাছে দাঁড়িয়ে যায়। খবর দেওয়া হয় দমকলে।
ট্রেনে এ কী কাণ্ড!
ট্রেনে এ কী কাণ্ড!
advertisement

ঘটনাস্থলে এসে দমকল আগুন নেভায়। ঘটনাস্থলে ছুটে আসেন খড়্গপুর ডিআরএম। ঘটনাস্থল পরিদর্শন করেন। রেল সূত্রে খবর, ভোর পাঁচটা পঁচিশ মিনিট নাগাদ ব্রেক বাইন্ডিং হয়ে যাওয়ায় ব্রেক থেকে ধোঁয়া বেরোয়। বিপদ কিছু ঘটেনি। তবে ট্রেনটি বেলা দশটা পর্যন্ত দাঁড়িয়ে থাকে বাখরাবাদ স্টেশনে।

আরও পড়ুন: বীরভূমের গ্রামে ঢুকতেই বেনজির অভিজ্ঞতা শতাব্দীর! গ্রামবাসীরা যা করলেন, তাজ্জব সাংসদ নিজেই

advertisement

এর ফলে সপ্তাহের প্রথম দিনে দুর্ভোগের শিকার হতে হয় নিত্য যাত্রীদের। সোমবার ওড়িশা থেকে খড়্গপুরের দিকে যাওয়ার একটি কন্টেনার মালগাড়ির চাকা থেকে আচমকাই ধোঁয়া বের হতে থাকে। এর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের বাখরাবাদ স্টেশনে। মাল গাড়িটি বেলদা স্টেশন ছাড়তেই আশপাশের লোকেরা কালো ধোঁয়া লক্ষ্য করেন।

advertisement

আরও পড়ুন: শনি-রবিতেও ‘বাদ’ সায়নী ঘোষ, বড় জল্পনা তৃণমূলের অন্দরেই! ইডি-র ডাকের সাইড এফেক্ট?

সেরা ভিডিও

আরও দেখুন
নদী নাকি শুকিয়ে যাওয়া জমি ধরতে পারবেন! ইছামতীর প্রাণ ফেরাতে দারুণ উদ্যোগ
আরও দেখুন

সঙ্গে সঙ্গে বাখরাবাদ স্টেশনে গিয়ে ট্রেন দাঁড় করানো হয়। ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন। ঘটনা খতিয়ে দেখতে দক্ষিণ-পূর্ব রেলের ডিআরএমও ঘটনাস্থলে এসে পৌঁছয়। দমকল কর্মীদের প্রাথমিক অনুমান, ট্রেনের চাকার নীচে তুলোর বালিশ জাতীয় কিছু আটকে গিয়েছিল। যার জেরে ধোঁয়া বের হচ্ছিল। ঘটনায় কোনও ক্ষয়ক্ষতি হয়নি। তবে এই ধোঁয়া বের হওয়াকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। প্রায় চার ঘন্টা ধরে বন্ধ থাকে দক্ষিণ-পূর্ব রেলের বালেশ্বর-খড়গপুর শাখায় ট্রেন চলাচল।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Indian Railways: হঠাৎ ট্রেন থেকে ধোঁয়া, বাংলায় ফের বিরাট আতঙ্কের ঘটনা! চরম দুর্ভোগ আমজনতার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল