Saayoni Ghosh: শনি-রবিতেও 'বাদ' সায়নী ঘোষ, বড় জল্পনা তৃণমূলের অন্দরেই! ইডি-র ডাকের সাইড এফেক্ট?

Last Updated:

Saayoni Ghosh: শনিবারের পর রবিবারের পঞ্চায়েত ভোটের প্রচারে দেখা যাবে না তৃণমূলের যুব সভানেত্রী সায়নী ঘোষকে। রবিবার তৃণমূলের তরফে ভোট প্রচারকদের যে তালিকা প্রকাশ করা হয়েছে, তাতে নাম নেই এই অভিনেত্রীর।

সায়নী ঘোষকে নিয়ে গুঞ্জন
সায়নী ঘোষকে নিয়ে গুঞ্জন
কলকাতা: গত শুক্রবার সকাল থেকে রাত, টানা ১১ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদের পর রাত ১০টা ৪৫ নাগাদ সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দফতর থেকে বেরিয়েছিলেন যুব তৃণমূল সভানেত্রী সায়নী ঘোষ। জিজ্ঞাসাবাদের ধকল সত্ত্বেও আত্মবিশ্বাসের সুরে বলেছিলেন, ”আমার কাছে কিছু নথি চাওয়া হয়েছিল। আমি দিয়েছি। ১০০ শতাংশ সহযোগিতা করেছি তদন্তে।” তবু, তাঁকে ফের ৫ জুলাই ফের ইডি জেরার জন্য তলব করেছে। আর শুক্রবার জিজ্ঞাসাবাদের পর শনিবার তৃণমূলের ভোট প্রচারে ছিলেন না সায়নী। ছিলেন না তার আগের দুদিনও। আর একইভাবে রবিবারও তৃণমূলের প্রচারক তালিকায় ঠাঁই নেই সায়নীর। যা দেখে শাসক দলের অন্দরেই প্রশ্ন, তবে কি ইডির তলবের জন্যই সায়নীকে পঞ্চায়েত প্রচার থেকে সরিয়ে দিল তৃণমূল? নাকি দলের কাছে সায়নীই কিছু সময় চেয়ে নিয়েছেন প্রচারে না থেকে?
মোদ্দা কথা হল, শনিবারের পর রবিবারের পঞ্চায়েত ভোটের প্রচারে দেখা যাবে না তৃণমূলের যুব সভানেত্রী সায়নী ঘোষকে। রবিবার তৃণমূলের তরফে ভোট প্রচারকদের যে তালিকা প্রকাশ করা হয়েছে, তাতে নাম নেই এই অভিনেত্রীর। যদিও সায়নী জানিয়েছিলেন, তিনি যুব সভানেত্রী। প্রচারে তাই যাবেনই। কিন্তু পঞ্চায়েতের প্রচার যেহেতু কলকাতায় নয়, জেলায়, তাই কিছু বিষয় দেখে নিতে হচ্ছে। খুব শীঘ্রই তিনি পঞ্চায়েতের প্রচারে অংশ নেবেন বলেও জানিয়েছেন তিনি।
advertisement
advertisement
শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় কুন্তল ঘোষের সঙ্গে যোগ সূত্রে তাঁকে তলব করেছিল ইডি। মাঝে দুদিন তাঁর খোঁজ না মিললেও শুক্রবার সময়মতো ইডি দফতরে হাজিরা দিয়ে সায়নী জানিয়েছিলেন, ১০০ শতাংশ সহযোগিতা করবেন। তবে, শুক্রবার ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর ফের ৫ জুলাই তাঁকে সশরীরে হাজিরা দিতে বলেছে ইডি।
advertisement
ইডি সূত্রের খবর, সায়নী অনেক প্রশ্নের উত্তর ঠিক মতো দিতে পারেননি। অনেক নথিও পেশ করতে পারেননি। সেসব নিয়ে তাঁকে ফের ডাকা হয়েছে। মূলত ইডি আধিকারিকরা তাঁকে কুন্তল ঘোষের সঙ্গে আর্থিক লেনদেন নিয়েই প্রশ্ন করেছেন বলেই খবর। কুন্তলের দেওয়া গাড়ি চড়া কিংবা তাঁর টাকায় সায়নীর ফ্ল্যাট কেনা নিয়ে যেসব তথ্য ছিল ইডির কাছে, সেই সংক্রান্ত প্রশ্নের জবাব চান ৩ জনের তদন্তকারী দল। ভবিষ্যতেও সেই প্রশ্নের উত্তর তাঁর কাছে জানতে চাইবেন তদন্তকারীরা। তবে, এরই মাঝে পঞ্চায়েতের প্রচারে সায়নীর অনুপস্থিতি নিয়ে তুমুল শোরগোল শুরু হয়েছে শাসক দলের অন্দরেই।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Saayoni Ghosh: শনি-রবিতেও 'বাদ' সায়নী ঘোষ, বড় জল্পনা তৃণমূলের অন্দরেই! ইডি-র ডাকের সাইড এফেক্ট?
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement