আরও পড়ুনঃ দুরন্ত গতিতে ছুটছিল রাজধানী এক্সপ্রেস, হঠাৎ বীভৎস জড়ো আওয়াজ! যা ঘটল পরমুহূর্তেই, ছুটে এল RPF
স্থানীয় সূত্রে খবর পেয়ে এই দিন ভোররাতে পুরুলিয়া জিআরপি ওই দেহ তিনটি উদ্ধার করে। ভাগ্যক্রমে ওই সময় রেল লাইনের উপর দিয়ে কোনও ট্রেন না যাওয়ায় দেহগুলি অক্ষত অবস্থায় রয়েছে। ঘটনাস্থল থেকে দেহগুলি উদ্ধার করে পুরুলিয়া দেবেন মাহাতো মেডিক্যাল কলেজ ও হাসপাতালে হাতোয়ারা মর্গে পাঠান হয়েছে ময়না তদন্তের জন্য।
advertisement
এ বিষয়ে স্থানীয় এক বাসিন্দা দীপক কুইরি বলেন, সুইসা স্টেশনের সামনে রেল লাইনের উপর তিনটি দেহ উদ্ধার হয়েছে। তাঁরা কিছুটা আতঙ্কের মধ্যে রয়েছেন। কারণ ঝাড়খন্ড সীমান্তবর্তী তাদের এলাকা। এখানে প্রায়শই চুরি ছিনতাই এর ঘটনা ঘটছে বলে অভিযোগ করেন তিনি। পুলিশ প্রশাসনের বাড়তি নজরদারির দাবি জানিয়েছেন তিনি।
জিআরপি সূত্রে জানা গেছে, মৃতদহ গুলির মধ্যে রয়েছেন এক প্রাপ্তবয়স্ক মহিলা ও দুই নাবালিকা। এখনও কারও কোনও পরিচয় মেলেনি। এটা কি নিছকি কোনও দুর্ঘটনা, নাকি কেউ খুন করে দেহগুলো এখানে ফেলে গিয়েছে। উঠছে একাধিক প্রশ্নে? রহস্য উদঘাটনে তদন্তে নেমেছে পুরুলিয়া জিআরপি। গোটা এলাকায় থমথমে পরিবেশ সৃষ্টি হয়েছে।