ইতিমধ্যেই আদ্রা রেল শহরের ইঞ্জিনিয়ারিং গ্রাউন্ড এবং সেরসা স্টেডিয়ামকে আধুনিক ক্রীড়াচর্চার উপযোগী করে সাজিয়ে তোলা হয়েছে। রেলকর্মীদের জন্য তৈরি হয়েছে উন্নত প্রশিক্ষণ পরিকাঠামো। যেখানে তাঁদের নিয়মিত বিভিন্ন খেলার প্রশিক্ষণ দেওয়া হয়।
advertisement
আদ্রা ডিভিশনের রেলের স্পোর্টস অফিসার ও সিনিয়র ডিভিশনাল অপারেশন ম্যানেজার শচীন্দ্র বর্মা জানান, এই উদ্যোগের ফলে রেলকর্মীদের শারীরিক সুস্থতা যেমন বজায় থাকবে, তেমনই তাঁদের ক্রীড়া দক্ষতাও উল্লেখযোগ্যভাবে বাড়বে। ভবিষ্যতে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় আদ্রা ডিভিশনের সাফল্য আরও উজ্জ্বল হবে বলে আশাবাদী তিনি।
রেলের স্পোর্টস অফিসার শচীন্দ্র বর্মা বলেন, “ইতিমধ্যেই আদ্রা ডিভিশনের বহু রেলকর্মী ক্রীড়া ক্ষেত্রে বিশেষ সাফল্য অর্জন করে সম্মান এনে দিয়েছেন। পাওয়ার লিফটিং থেকে বডি বিল্ডিং, প্রতিটি ক্ষেত্রেই নজির গড়েছেন রেলকর্মীরা। তাই আগামী দিনে ক্রীড়া ক্ষেত্রে রেলকর্মীদের আরও এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা অব্যাহত থাকবে। সমস্ত রকমভাবে রেল প্রশাসন তাঁদের সঙ্গে রয়েছে।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
রেল প্রশাসনের এই উদ্যোগে রেলকর্মীরাও বেশ খুশি। কাজের পাশাপাশি বিভিন্ন ক্রীড়া ক্ষেত্রে নিজেদের দক্ষতা বাড়ানোর সুযোগ পেয়ে তাঁরা উৎসাহিত।





