শুক্রবার ৫ সেপ্টেম্বর থেকে রানাঘাট-বনগাঁ-শিয়ালদা রুটে এসি লোকাল ট্রেনটির শুভ সূচনা হয়। এই ট্রেনটি ভিড়ে ঠাসা বনগাঁ লাইনের যাত্রীদের স্বস্তি দেবে তা নিয়ে কোনও সন্দেহ নেই। ট্রেনটি প্রতিদিন সকাল ৭ঃ১১ মিনিটে রানাঘাট থেকে ছাড়বে এবং বনগাঁ এসে পৌঁছবে সকাল ৭ঃ৫২ মিনিটে এবং সেখান থেকে রওনা দিয়ে সকাল ৯ঃ৩৭ মিনিটে পৌঁছবে শিয়ালদহ। ফেরার পথে শিয়ালদহ থেকে ট্রেনটি সন্ধ্যা ৬ঃ১৪ মিনিটে ছাড়বে এবং বনগাঁ পৌঁছবে, রাত ৮ঃ০৪ মিনিটে, আবার রানাঘাট পৌঁছবে রাত ৮ঃ৪১ মিনিটে।
advertisement
আরও পড়ুন: অনেক হল ভাত, ডাল! এবার মিড ডে মিলে ইলিশ, চিংড়ি! কব্জি ডুবিয়ে খেল ‘এই’ স্কুলের পড়ুয়ারা
এই ট্রেনের সূচনায় যাত্রীরা খুব খুশি। তবে মনে রাখতে হবে, ট্রেনটিতে চড়ার জন্য কিন্তু সাধারণ লোকাল ট্রেনের টিকিট বুক করলে হবে না। কেননা এসি লোকাল ট্রেনের ভাড়া সাধারণ লোকাল ট্রেনের তুলনায় বেশি।
আরও পড়ুন: আদিবাসীদের বড় উৎসব করম পুজো! জানেন সবাই, কিন্তু জানেন কী কেন এর হয় আয়োজন?
নতুন এসি লোকাল ট্রেনটি যেসব স্টেশনে স্টপেজ দেবে:
৩৩৭৬১ শিয়ালদহ ভায়া বনগাঁ রানাঘাট লোকালঃ শিয়ালদহ সন্ধ্যা ৬:১৪ মিনিটে ছাড়বে, বিধাননগর রোড স্টেশনে পৌঁছবে ৬:২১ মিনিটে, ছাড়বে ৬:২২ মিনিটে, দমদম স্টেশন পৌঁছবে ৬:২৬, ছাড়বে ৬:২৭ মিনিটে, দমদম ক্যান্টনমেন্ট পৌঁছবে ৬:২৬, ছাড়বে ৬:২৭ মিনিটে, মধ্যমগ্রাম স্টেশনে পৌঁছবে ৬:৪৫, ছাড়বে ৬:৪৬ মিনিটে, বারাসত স্টেশনে পৌঁছবে ৬:৫৬ মিনিটে, ছাড়বে ৬:৫৭ মিনিটে, দত্তপুকুর স্টেশনে ৭:০৫, ছাড়বে ৭:০৬ মিনিটে, হাবরা স্টেশনে পৌঁছবে ৭:২০ মিনিট, ছাড়বে ৭:২১ মিনিটে, গোবরডাঙা স্টেশনে পৌঁছবে ৭:৩৪, ছাড়বে ৭:৩৫ মিনিটে, ঠাকুরনগর স্টেশনে পৌঁছবে ৭:৪০ মিনিটে, ছাড়বে ৭:৪১ মিনিটে, বনগাঁ স্টেশনে পৌঁছবে ৮:০৪, ছাড়বে ৮:১০ মিনিটে, মাঝেরগ্রাম পৌঁছবে ৮:২৫, ছাড়বে ৮:২৬ মিনিটে, রানাঘাট পৌঁছবে রাত ৮:৪১ মিনিটে।
৩৩৭৬২ রানাঘাট ভায়া বনগাঁ শিয়ালদহ এসি লোকালঃ রানাঘাট থেকে ছাড়বে সকাল ৭:১১ মিনিটে, মাঝেরগ্রাম পৌঁছবে ৭:২১, ছাড়বে ৭:২৭ মিনিটে, বনগাঁ স্টেশনে পৌঁছবে ৭:৪২, ছাড়বে ৭:৫২ মিনিটে, ঠাকুরনগর স্টেশনে পৌঁছবে ৮:০৫ মিনিটে, ছাড়বে ৮:০৬ মিনিটে, গোবরডাঙা স্টেশনে পৌঁছবে ৮:১১, ছাড়বে ৮:১২ মিনিটে, হাবরা স্টেশনে পৌঁছবে ৮:২৫ মিনিট, ছাড়বে ৮:২৬ মিনিটে, দত্তপুকুর স্টেশনে ৮:৩৯, ছাড়বে ৮:৪০ মিনিটে, বারাসত স্টেশনে পৌঁছবে ৮:৫২ মিনিটে, ছাড়বে ৮:৫৩ মিনিটে, মধ্যমগ্রাম স্টেশনে পৌঁছবে ৮:৫৮, ছাড়বে ৮:৫৯ মিনিটে, দমদম ক্যান্টনমেন্ট পৌঁছবে ৯:১২, ছাড়বে ৯:১৩ মিনিটে, দমদম স্টেশন পৌঁছবে ৯:১৮, ছাড়বে ৯:১৯ মিনিট, বিধাননগর রোড স্টেশনে পৌঁছবে ৯:২৩ মিনিটে, ছাড়বে ৯:২৪ মিনিটে, শিয়ালদহ স্টেশনে পৌঁছবে ৯:৩৭ মিনিটে।