বৃহস্পতিবার রাত পৌনে দশটা নাগাদ দক্ষিণ-পূর্ব রেলওয়ে খড়গপুর ডিভিশনের হিজলি স্টেশনে ট্রেন থেকে উদ্ধার করা হয় ওই প্রসূতি ও নবজাতককে। জানা গিয়েছে, ওড়িশার কটক থেকে সমস্তিপুর যাচ্ছিলেন ওই প্রসূতি ও তাঁর পরিবার। ট্রেন নম্বর ১৮৪১৯ (পুরী থেকে জয়নগর এক্সপ্রেস) শিশুকন্যার জন্ম দিয়েছেন তিনি।
advertisement
হিজলি রেলওয়ে স্টেশনে পৌঁছনোর পর আরপিএফ, জিআরপি এবং রেলওয়ে কর্মীরা তাৎক্ষণিকভাবে উদ্ধার করেন। রেলের তরফে জানানো হয়েছে, মা ও নবজাতক এবং পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে চিকিৎসার জন্য রেলওয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রসূতির স্বামী জানান, বাড়ি বিহারের দারভাঙ্গা জেলার হাথৌরি এলাকায়।
আরও পড়ুন: টক দই খেলে শরীরের দারুণ উপকার, তবে কাদের জন্য উল্টো প্রভাব ফেলতে পারে জানুন চিকিৎসকের কাছে
স্ত্রী প্রসূতি থাকলেও বাড়ি ফেরার জন্য বৃহস্পতিবার বিকেল ৫টা নাগাদ কটক স্টেশন পুরী জয়নগর এক্সপ্রেসে চাপেন। মাঝ রাস্তায় প্রসব যন্ত্রণা শুরু হয়। চলন্ত ট্রেনেই কন্যাসন্তান প্রসব করেন। রেলওয়ে কর্তৃপক্ষকে বিষয়টি জানালে তাঁরা হিজলি স্টেশনে নামানোর ব্যবস্থা করেন। মা ও নবজাতিকা হাসপাতালে চিকিৎসাধীন।
শঙ্কর রাই
