TRENDING:

Sealdah Station: স্টেশন না পুজো মণ্ডপ! চেনাই দায়, চেনা স্টেশনে অচেনা সাজে, দেখে চিনতে পারছেন?

Last Updated:

Sealdah Station: দুর্গা পূজা উৎসবের সময় কলকাতা স্টেশন সেজে উঠেছে রঙিন আলোর মায়াবী সাজে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শিয়ালদহ: দুর্গা পূজা উৎসবের সময় কলকাতা স্টেশন সেজে উঠেছে রঙিন আলোর মায়াবী সাজে। সেজে উঠেছে শিয়ালদহ স্টেশনও৷ শহরে ঢোকা-বেরনোর জন্য প্রধান দুই স্টেশন সেজে উঠেছে আলোক মালায়৷ ভিড় সামাল দেওয়ার জন্য একাধিক ব্যবস্থা আগেই গ্রহণ করেছিল রেল। পুজোর চারদিন যেভাবে ক্রাউড ম্যানেজমেন্ট করা গিয়েছে তা দেখে খুশি রেলের আধিকারিকরা৷
* স্টেশন না পুজো মন্ডপ, বোঝাই অসম্ভব
* স্টেশন না পুজো মন্ডপ, বোঝাই অসম্ভব
advertisement

তবে এবার বেড়াতে যাওয়ার জন্য পর্যটকদের ঢল নামবে স্টেশনে। তাই বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে৷ যাত্রীদের কাছে রেল স্টেশনকে আরও আকর্ষণীয় করে তুলতে অসাধারণ আলোক মালায় সাজিয়ে তোলা হয়েছে স্টেশনগুলিকে।

আরও পড়ুন: জঙ্গলে পাথর চাপা দেওয়া শিশু, প্রবল কান্না, গায়ে উঠেছে পিঁপড়ে! চাকরি বাঁচাতে…কেন সদ‍্যজাতকে ফেলে এল পাষণ্ড শিক্ষক বাবা, মা?

advertisement

দুর্গা পূজা উৎসবের একটি অন্যতম আকর্ষণ হল অনবদ্য আলোকসজ্জা। আনন্দ নগরীতে, দুর্গাপূজার আলো ঐতিহ্য, সৃজনশীলতা এবং উদ্ভাবনের মিশ্রণে উৎসবটিকে একটি একটি অন্য মাত্রায় নিয়ে যায়।

কলকাতা রেলওয়ে স্টেশন (পূর্বতন চিৎপুর) কলকাতাকে পরিষেবা প্রদানকারী সবচেয়ে গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশনগুলির মধ্যে একটি। ২০০০ সাল থেকে স্টেশনটির আমূল পরিবর্তন সাধিত হয়েছে – এটিকে দূর-দূরান্তের যাত্রীদের ক্রমবর্ধমান সংখ্যা পূরণের জন্য একটি প্রধান পরিবহন কেন্দ্রে রূপান্তর করার প্রচেষ্টায়। কলকাতা স্টেশন থেকে দেশের বিভিন্ন দিকে উল্লেখযোগ্য বেশ কিছু সংখ্যক গুরুত্বপূর্ণ মেল/এক্সপ্রেস ট্রেন চলে।

advertisement

আরও পড়ুন: নবমীর রাতেই বাড়বে শক্তি! এখন ঠিক কতদূরে নিম্নচাপ? দশমীতে ভাসবে কোন কোন জেলা? ঝড়বৃষ্টি কমবে কবে? বড় আপডেট জেনে নিন

এছাড়াও, এটি ভারতের একমাত্র আন্তর্জাতিক স্টেশন যেখানে দুটি আন্তর্জাতিক ট্রেন যেমন, মৈত্রী এক্সপ্রেস এবং বন্ধন এক্সপ্রেস যথাক্রমে ঢাকা ও খুলনার উদ্দেশ্যে যাত্রা করে। বর্তমানে অবশ্য সেই ট্রেন চলাচল বন্ধ আছে। তবে এই স্টেশন দৈনিক প্রায় ৫০,০০০ মানুষকে পরিষেবা প্রদান করে থাকে।

advertisement

দূর্গাপূজা উৎসব উপলক্ষে বিশাল সংখ্যক যাত্রীদের স্বাগত জানাতে কলকাতা স্টেশনটিকে মনোমুগ্ধকর আলোয় আলোকিত করা হয়েছে।

এই ধরনের আলোর দীপ্তিময় রোশনাইয়ে ঢাকা কলকাতা স্টেশনটি দর্শনার্থীদের ভ্রমণকে বদলে দেয় অবিস্মরণীয় অভিজ্ঞতায় এবং তাদের মধ্যে আলাদা আবেগ জাগিয়ে তোলে। চক্ররেলের অন্যতম গুরুত্বপূর্ণ স্টেশন এটি। পাশাপাশি একাধিক দূরপাল্লার ট্রেনের টার্মিনাল স্টেশন এটি। স্বাভাবিকভাবেই মানুষের যাতায়াত বেড়েছে। পুজোর সময় আকর্ষণীয় হয়ে উঠেছে এই স্টেশন।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Sealdah Station: স্টেশন না পুজো মণ্ডপ! চেনাই দায়, চেনা স্টেশনে অচেনা সাজে, দেখে চিনতে পারছেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল