পূর্বস্থলীর চুপির পাখিরালয় রাজ্যের অন্যতম একটা পর্যটনকেন্দ্র। শীতকালে এই জায়গায় দেখা যায় প্রচুর পরিযায়ী পাখি। তবে এবার গ্রীষ্মকালেও পূর্বস্থলী লাগোয়া বেশ কিছু আমবাগানে দেখা মিলছে পাখির। পাখিদের প্রত্যেকটা মুহূর্তের সেই ছবি তোলার জন্যই ছুটে আসছেন বহু ফটোগ্রাফার। কলকাতা থেকে ছবি তুলতে এসে চিত্রগ্রাহক অভীক রায় বলেন, “প্রত্যেক বছরই আমরা ছবি তোলার জন্য আসি, সেরকম এ বছরেও ছবি তোলার জন্য এসেছি। ভাল ছবি হচ্ছে, আমাদেরও বেশ ভাল লাগছে।”
advertisement
আরও পড়ুন: গরমেও বন্যা! বুক জলে নেমে চলছে ফসল কাটার কাজ! কোথায় হল এমন পরিস্থিতি
মধ্যপ্রদেশে অবাধ বিচরণ করে ইণ্ডিয়ান প্যারাডাইস ফ্লাই ক্যাচার বা দুধরাজ৷ তবে ২০০৪ সালে একটি সমীক্ষায় জানা গিয়েছে, এই ইণ্ডিয়ান প্যারাডাইস ফ্লাই ক্যাচার প্রায় দূর্লভ পর্যায়ে চলে গিয়েছে। কিন্তু গ্রীষ্মকাল এলেই এই পাখির দেখা মিলছে পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতে। আর এর টানেই চিত্রগ্রাহকরা ছুটে আসছেন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে৷ পূর্বস্থলীর চুপিতে প্রচুর নৌকা মাঝি রয়েছে। এই মাঝিরা চিত্রগ্রাহকদের শীতের সময় নৌকা করে পরিযায়ী পাখি দেখায়। এভাবে মাঝিদের সঙ্গে চিত্রগ্রাহকদেরও একটা ভাল সম্পর্ক গড়ে উঠেছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই স্থানীয় কিছু নৌকা মাঝি গ্রীষ্মকালে কোথায় পাখি বাসা বেঁধেছে তার খোঁজ চালান।খোঁজ মিললেই তারা খবর দেন পাখিপ্রেমী চিত্রগ্রাহকদের। তারপরই ভিড় জমাতে থাকেন ফটোগ্রাফাররা।
তবে সকল ফটোগ্রাফার খুবই সাবধানে ছবি তোলেন এবং পাখিদের কেউ কোনভাবে বিরক্ত করেন না। তারা সকলে সাধারণ মানুষের উদ্যেশ্যেও একই বার্তা দিয়েছেন। তবে সবশেষে এটা বলাই যায় পূর্বস্থলীতে পাখিরাই যেন আরও মজবুত করে তুলছে এখানকার পর্যটন শিল্পকে।
বনোয়ারীলাল চৌধুরী