৮০ কোটি টাকা ব্যয় করে তৈরি হওয়া ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হ্যান্ডলুম টেকনোলজি উদ্বোধনে এলেন কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। উপস্থিত ছিলেন রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার-সহ কৃষ্ণগঞ্জের বিধায়ক আশিস কুমার বিশ্বাস ও অন্যান্য নেতৃত্বরা।
আরও পড়ুন: ৭ দিন পরেই সূর্যের গোচর! ৩ রাশির কপালে টাকার বৃষ্টি, দরজায় কড়া নাড়ছে ভাল সময়
advertisement
এদিন নদিয়ার শান্তিপুর ফুলিয়া এলাকায় এই অত্যাধুনিক মানের কলেজের উদ্বোধনে এসে এই ইনস্টিটিউট থেকে পড়ার পর কী কী সুবিধা পাবে ছাত্র ছাত্রীরা তা সকলের সামনে তুলে ধরেন কেন্দ্রীয় মন্ত্রী। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন রকম প্রকল্পের সুবিধা ও ছাত্রছাত্রীরা পাবে সে ব্যাপারেও অবগত করা হয়। ২০১৫ সাল থেকে এই কলেজের পথচলা শুরু হলেও নিজস্ব কোনও বিল্ডিং ছিল না। এরপর কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রকের অধীনে ৮০ কোটি টাকা ব্যয় এই কলেজ তার নিজস্ব ক্যাম্পাস তৈরি করে উদ্বোধন হল এদিন।
আগে অস্থায়ীভাবে ফুলিয়া আই.টি.আই ক্লাস করানো হলেও আসন সংখ্যা ছিল ৩৩ এবার নিজস্ব ক্যাম্পাস হওয়ার পর আসন সংখ্যা বাড়িয়ে ৬০ টি করা হয়েছে। কলেজে ভর্তি হতে গেলে মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক স্তরে উচ্চ নাম্বার থাকলেই তিন বছরের জন্য ডিপ্লোমা কোর্সে ভর্তি হতে পারবে ছাত্রছাত্রীরা। ঝাড়খণ্ড, বিহার, পশ্চিমবঙ্গ এই তিন জায়গার ছাত্রছাত্রীরা ভর্তি হতে পারবে এই ইনস্টিটিউটে এমনটাই জানান কলেজ কর্তৃপক্ষ।