প্রায় ১৮ দিন মহাকাশে কাটিয়ে ২০২৫ সালের জুলাই মাসে পৃথিবীতে ফিরে আসেন শুভ্রাংশু শুক্লা। এরপর অগাস্টে লখনৌয়ে পরিবারের সঙ্গে সময় কাটিয়ে এদিন পৌঁছলেন মহানগরে। বিমানবন্দরে হাজির ছিল সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা। জয় হিন্দ, জয় ভারত মহাকাশ থেকে পাঠানো তাঁর প্রথম বার্তার স্মৃতি যেন আবারও উজ্জ্বল হয়ে উঠল।
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
প্রায় ৪১ বছর পর দ্বিতীয় ভারতীয় হিসেবে মহাকাশে পৌঁছে ইতিহাস রচনা করেছেন শুভ্রাংশু। তাঁর কথায়, মহাকাশে থাকলেও তিরঙ্গা সবসময় সাহস জুগিয়েছে। AXIOM-4 মিশনে তাঁর কর্মদক্ষতা এবং সাফল্যের জন্য ইতিমধ্যেই আন্তর্জাতিক মহলে প্রশংসা কুড়িয়েছেন তিনি। কলকাতায় তাঁর এই আগমনে শহরে তৈরি হয়েছে উৎসবের আবহ।
বিভিন্ন বৈজ্ঞানিক প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও সংগঠন তাঁর সঙ্গে সাক্ষাৎ এবং সম্মান জানানোর প্রস্তুতি নিচ্ছে। বিশেষ কিছু কর্মসূচি নিয়েই তিনি এই কলকাতা শহরে এসেছেন বলে জানা গিয়েছে।
রুদ্র নারায়ণ রায়






