২০০৩ সালের জুলাই মাসে তিনি যোগ দেন সেনাবাহিনীতে। তার পরই ট্রেনিং-সহ একের পর এক ভারতের বিভিন্ন জায়গায় তিনি ডিউটি করেছেন নিষ্ঠার সঙ্গে। উল্লেখযোগ্য বিষয়, জম্মু-কাশ্মীরে তিনি ডিউটি করেছেন পর পর দুবার পোস্টিং নিয়ে। এরই মধ্যে তিনি ইউএন পরীক্ষায় সিলেক্ট হন এবং সেখান থেকে সাউথ সুদান, কঙ্গ, ইথিওপিয়া, কেনিয়া ও উগান্ডা, এই সব দেশেও ডিউটি করে এসেছেন।
advertisement
২০০৩ সালের জুলাই মাস থেকে ২০২২ সালের জুলাই মাস পর্যন্ত নিষ্ঠার সঙ্গে ১৯ বছর দেশ সেবা করার পর বৃহস্পতিবার গৌতম দাস ফেরেন বীরভূমে। এই গৌতম দাস বীরভূমের দুবরাজপুর পৌরসভার অন্তর্গত ১৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি ১৯ বছর আগে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন তরুণ চট্টোপাধ্যায়ের থেকে প্রশিক্ষণ নিয়ে। খুব অল্প সময়ের মধ্যেই তিনি সেনাবাহিনীতে যোগ দিতে সক্ষম হন বলে জানিয়েছেন প্রশিক্ষক তরুণ।
আরও পড়ুন: বাজ পড়ার সময় ফাঁকা মাঠে, গাছের তলায় থাকা ঝুঁকির! কী করবেন তবে? জারি সতর্কবার্তা
তবে তিনি দুবরাজপুর ফিরতেই তাকে সংবর্ধনা দিতে ছুটে এসেছেন এলাকার কচিকাঁচা থেকে শুরু করে পাড়া প্রতিবেশীরা। রয়েছেনহ বয়স্করাও। দুবরাজপুরের উদয়ন সংঘ ক্লাবের পক্ষ থেকে দুবরাজপুর শহরে ঢোকার মুখ থেকে শ্মশান কালী মন্দির পর্যন্ত বাইক শোভাযাত্রার মধ্য দিয়ে স্লোগান তুলে তাঁকে নিয়ে আসা হয়।
আরও পড়ুন: নিষেধ সত্ত্বেও সমুদ্র-স্নানে, কলকাতার পর্যটকের মর্মান্তিক পরিণতি দিঘায়!
ঘরের ছেলেকে সংবর্ধনা দেওয়ার জন্য তৈরি হয় ছোট্ট একটি মঞ্চ। এই সংবর্ধনা অনুষ্ঠানে গৌতমের প্রশিক্ষক তরুণ-সহ উপস্থিত ছিলেন দুবরাজপুর থানার এসআই অভিষেক ঘোষ, এএসআই শীতেশ সরকার প্রমুখ।
Supratim Das