জানা গিয়েছে, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কন্ঠস্বর নকল করে একটি ফেক ভিডিও পোস্ট করে লেখা হয়, ‘ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জাতির উদ্দেশ্যে ভাষণের সময় প্রকাশ্যে পাকিস্তানের কাছে হাতজোড় করে ক্ষমা চাইলেন।’ হাসির রিয়াক্ট দিয়ে ওই ফেসবুক পোস্টে পাকিস্তান এবং বাংলাদেশের জাতীয় পতাকার ছবি। মিথ্যা তথ্য পরিবেশন করে ফেসবুকে নিজের প্রোফাইলে এই ধরনের দেশবিরোধী পোষ্ট করেন খোদ ভারতীয় রেলের কর্মী ইমারুল শেখ ওরফে স্বপন শেখ।
advertisement
যদিও তিনি ফেসবুকে ওই পোষ্ট করার পর তাঁর কয়েকজন শুভাকাঙ্ক্ষী ফোন করে পোষ্ট ডিলিট করে দেওয়ার জন্য পরামর্শ দেন। তাদের কথামত তিনি মুছেও দেন। কিন্তু ততক্ষণে তার স্কিনশর্ট সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।
সামাজিক মাধ্যমে এই পোস্ট দেখার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে । বিকেলে গুসকরা ফাঁড়ির পুলিশ স্বপন শেখকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। তারপরই তড়িঘড়ি তাকে রাতে গ্রেফতার করা হয়। আজ তাকে বর্ধমান আদালতে তোলা হয়।