TRENDING:

এখনও পাকিস্তানে বন্দি ভারতের BSF জওয়ান পূর্ণম! তাঁকে ফেরাতে যা করছেন রচনা বন্দোপাধ্যায়, দেখুন!

Last Updated:

ভারত-পাকিস্তান যুদ্ধ পরিস্থিতিতে অপারেশন সিঁদুর স্থগিত. বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ পাকিস্তানে বন্দি। সংসদ রচনা বন্দ্যোপাধ্যায় তাঁর মুক্তি চেয়ে দাঁড়ালেন পরিবারের পাশে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হুগলি: পহেলগাঁওতে ছাব্বিশ জন নিরীহ ভারতীয়কে হত্যার পর অপারেশন সিঁদুর শুরু করেছিল সেনাবাহিনী। কঠিন প্রত্যাঘাতে পরে পাকিস্তানের তরফে যুদ্ধ বিরতী আবেদন আসার পর আপাতত অপারেশন সিঁদুর স্থগিত রেখেছে ভারত। এরই মধ্যে পাকিস্তান সেনাদের হাতে বন্দি ভারতীয় বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ। এবার যাতে ভারতীয় জওয়ানকে অক্ষত অবস্থায় বাড়ি ফেরানো যায় সেই নিয়ে পরিবারের পাশে দাঁড়ালেন সংসদ রচনা বন্দ্যোপাধ্যায়।
advertisement

ভারত পাকিস্তান যুদ্ধ পরিস্থিতি নিয়ে সংসদ রচনা বন্দ্যোপাধ্যায় তিনি জানান, ভারত তার যোগ্য জবাব দিয়েছে। আগামী দিনেও যা করবে তা ভালই হবে। রিষড়ার বিএসএফ জওয়ান পুনর্ম কুমার সাউ এখনওপাকিস্তানের হাতে আটক। এ বিষয়ে রচনা বন্দ্যোপাধ্যায় বলেন , ভগবানের কাছে প্রার্থনা করব তিনি যেন তাড়াতাড়ি ছাড়া পান। ভারতবর্ষে যেন শান্তি ফিরে আসে। আমরা কেউই যুদ্ধ চাইনা। আমরা চাই মানুষ ভালো থাকুক। সবাই শান্তিতে থাকুক। এই আশায় আছি তাকে যেন তাড়াতাড়ি ছেড়ে দেয়া হয়।

advertisement

বিয়ের রাতে নাচের পর চুপচাপ শৌচালয়ে ঢুকেছিলেন কনে, পিছু নিলেন মা…দরজা খুলতেই চিৎকার!

মাটির নীচ থেকে কিসের শব্দ আসছে? খুঁড়তে খুঁড়তে বেরিয়ে পড়ল এমন এক ‘জিনিস’…যা দেখে হতবাক সবাই!

সাপের কান নেই, তবু বাঁশির সুরে কী ভাবে শরীর দোলায়? সত্যিটা জানলে চমকে যাবেন!

পাশাপাশি তেলের দাম বৃদ্ধি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন রচনা বন্দ্যোপাধ্যায়।‌ তিনি জানান এটা খুব খারাপ খবর। সাধারণ মানুষের উপরে এর প্রভাব পড়বে। ‌

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

উল্লেখ্য আজ পান্ডুয়ার গোজিনা দাসপুরে তিনটি ওয়াটার এটিএম এর উদ্বোধনে আসেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। সাধারণ মানুষের পানীয় জল পাওয়ার ক্ষেত্রে আরো সুবিধার জন্য এলাকায় ওয়াটার এটিএম এর উদ্বোধন করেন তিনি।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
এখনও পাকিস্তানে বন্দি ভারতের BSF জওয়ান পূর্ণম! তাঁকে ফেরাতে যা করছেন রচনা বন্দোপাধ্যায়, দেখুন!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল