ভারত পাকিস্তান যুদ্ধ পরিস্থিতি নিয়ে সংসদ রচনা বন্দ্যোপাধ্যায় তিনি জানান, ভারত তার যোগ্য জবাব দিয়েছে। আগামী দিনেও যা করবে তা ভালই হবে। রিষড়ার বিএসএফ জওয়ান পুনর্ম কুমার সাউ এখনওপাকিস্তানের হাতে আটক। এ বিষয়ে রচনা বন্দ্যোপাধ্যায় বলেন , ভগবানের কাছে প্রার্থনা করব তিনি যেন তাড়াতাড়ি ছাড়া পান। ভারতবর্ষে যেন শান্তি ফিরে আসে। আমরা কেউই যুদ্ধ চাইনা। আমরা চাই মানুষ ভালো থাকুক। সবাই শান্তিতে থাকুক। এই আশায় আছি তাকে যেন তাড়াতাড়ি ছেড়ে দেয়া হয়।
advertisement
বিয়ের রাতে নাচের পর চুপচাপ শৌচালয়ে ঢুকেছিলেন কনে, পিছু নিলেন মা…দরজা খুলতেই চিৎকার!
মাটির নীচ থেকে কিসের শব্দ আসছে? খুঁড়তে খুঁড়তে বেরিয়ে পড়ল এমন এক ‘জিনিস’…যা দেখে হতবাক সবাই!
সাপের কান নেই, তবু বাঁশির সুরে কী ভাবে শরীর দোলায়? সত্যিটা জানলে চমকে যাবেন!
পাশাপাশি তেলের দাম বৃদ্ধি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন রচনা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান এটা খুব খারাপ খবর। সাধারণ মানুষের উপরে এর প্রভাব পড়বে।
উল্লেখ্য আজ পান্ডুয়ার গোজিনা দাসপুরে তিনটি ওয়াটার এটিএম এর উদ্বোধনে আসেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। সাধারণ মানুষের পানীয় জল পাওয়ার ক্ষেত্রে আরো সুবিধার জন্য এলাকায় ওয়াটার এটিএম এর উদ্বোধন করেন তিনি।