আসলে দক্ষিণ ২৪ পরগনা থেকে বিপুল পরিমাণে মাছ বাংলাদেশ সহ বিভিন্ন জায়গায় রফতানি করা হত। তবে গতবছর থেকে সমস্যা সৃষ্টি হয়েছে রফতানির ক্ষেত্রে অসুবিধা হওয়ায় ব্যবসায় বিপুল পরিমাণে ক্ষতি হচ্ছে।
আরও পড়ুন: গঙ্গাসাগরে নেদারল্যান্ডের বিশেষজ্ঞরা! নদীবাঁধ ভাঙন ঠেকাতে বড় পদক্ষেপ, জেনে নিন পরের প্ল্যান
advertisement
এ নিয়ে ব্যাবসায়ীদের পক্ষ থেকে গৌতম প্রামাণিক জানিয়েছেন, এই সমস্ত এলাকা থেকে কয়েক কোটি টাকার শুটকি মাছ রফতানি হয়ে থাকে। সেই ব্যবসায়ে এখন সমস্যা হচ্ছে। দ্রুত সরকার এই ব্যাপারে পদক্ষেপ করলে ভাল হয়।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
অপরদিকে যারা সমুদ্রে মাছ ধরতে যায় তারা সমস্ত মাছ ধরে নিচ্ছে ফলে শুটকি করার মাছের সংকট দেখা দিয়েছে বলে জানিয়েছেন এক শুটকি প্রস্ততকারক দীপক কুমার দাস। এইরকম পরিস্থিতি চলতে থাকলে আগামীদিনে এই ব্যবসায়ে বড় ক্ষতি দেখা দিতে পারে। যা আগামীদিনে সমস্যার সৃষ্টি করবে। তবে আশার কথা বাইরের দেশে রফতানি কমলেও অসম, ত্রিপুরার মত রাজ্যে এই শুটকি এখনও বিপুল পরিমাণে যাচ্ছে। ফলে কিছুটা হলেও আশার আলো দেখছেন মৎস্যজীবীরা।
নবাব মল্লিক