TRENDING:

India Bangladesh Relations: ব্যান্ডেলে বাংলাদেশি জাহাজে ভয়ঙ্কর ঘটনা! বিকট আওয়াজ, তারপরই... ফের প্রমাণিত, ভারত ছাড়া গতি নেই বাংলাদেশের!

Last Updated:

India Bangladesh Relations: দিন কয়েক আগে ব্যান্ডেল থার্মল পাওয়ার স্টেশনের ছাইগাদা থেকে ছাই নিতে আসে বাংলাদেশী কার্গো জাহাজটি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সোমনাথ ঘোষ, ত্রিবেণী: ত্রিবেণী বিটিপিএস থেকে ছাই নিয়ে ফেরার সময় বাঁশবেড়িয়ার গঙ্গায় ডুবল বাংলাদেশী কার্গো জাহাজ এডি বছিরউদ্দিন কাজি।
কী এমন ঘটল?
কী এমন ঘটল?
advertisement

দিন কয়েক আগে ব্যান্ডেল থার্মল পাওয়ার স্টেশনের ছাইগাদা থেকে ছাই নিতে আসে বাংলাদেশী কার্গো জাহাজটি। দেশে ফেরার সময় ঘটে এই ঘটনা। জাহাজের কর্মীরা জানান, জাহাজের তলায় শব্দ হয়, জল ঢুকতে থাকে। ধীরে ধীরে জল ঢুকতে থাকে। একটা দিক কাত হয়ে যায়।

আরও পড়ুন: হয় মৃত্যুদণ্ড, নয় আমৃত্যু জেল! দোষী সাব্যস্ত হতেই জেলে ফিরে এ কী করলেন সঞ্জয়! শুনে চমকে উঠবেন

advertisement

চালকের কেবিন ছাড়া অনেকটাই ডুবে যায়। বিপদ বুঝে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে জাহাজের কর্মীরা। জল কমায় কিছুটা অংশ জেগে ওঠে। তারপর ছাই খালি করে জাহাজের ওজন কমানোর চেষ্টা করা হয়। সন্দেশখালি থেকে শ্রমিক নিয়ে এসে কাজ চলছে এখনও। জানা গিয়েছে, সপ্তাহ খানেক লাগতে পারে সব ছাই খালি করতে। তারপর জাহাজ মেরামত করে বাংলাদেশ ফিরতে পারে জাহাজ। জাহাজের কর্মীরা আপাতত নিরাপদেই আছেন বলে জানা গিয়েছে। সেই ডুবন্ত জাহাজ উদ্ধারে হাত লাগিয়েছে এপার বাংলা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এদিকে বাংলাদেশ থেকে সম্প্রতি দেশে ফিরেছেন সে দেশে বন্দি থাকা ভারতীয় মৎস্যজীবীরা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন, এই ভারতীয় মৎস্যদীবীদের নাকি বাংলাদেশের জেলে মারধর করা হয়েছে। সেই সময় বাংলাদেশি জেলে ভারতীয়দের ওপর অত্যাচারের বর্ণনা দিয়ে সাক্ষাৎকার দিয়েছিলেন ভারতে ফেরা এক মৎস্যদীবী। গোপাল মান্না নামক সেই ভারতীয় মৎস্যজীবী অভিযোগ করেছিলেন, বাংলাদেশি জেলে উলঙ্গ করে নাকি ছবি তোলা হয়েছিল তাদের। যা নিয়ে শোরগোল পড়েছে দুই বাংলাতেই।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
India Bangladesh Relations: ব্যান্ডেলে বাংলাদেশি জাহাজে ভয়ঙ্কর ঘটনা! বিকট আওয়াজ, তারপরই... ফের প্রমাণিত, ভারত ছাড়া গতি নেই বাংলাদেশের!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল