দিন কয়েক আগে ব্যান্ডেল থার্মল পাওয়ার স্টেশনের ছাইগাদা থেকে ছাই নিতে আসে বাংলাদেশী কার্গো জাহাজটি। দেশে ফেরার সময় ঘটে এই ঘটনা। জাহাজের কর্মীরা জানান, জাহাজের তলায় শব্দ হয়, জল ঢুকতে থাকে। ধীরে ধীরে জল ঢুকতে থাকে। একটা দিক কাত হয়ে যায়।
আরও পড়ুন: হয় মৃত্যুদণ্ড, নয় আমৃত্যু জেল! দোষী সাব্যস্ত হতেই জেলে ফিরে এ কী করলেন সঞ্জয়! শুনে চমকে উঠবেন
advertisement
চালকের কেবিন ছাড়া অনেকটাই ডুবে যায়। বিপদ বুঝে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে জাহাজের কর্মীরা। জল কমায় কিছুটা অংশ জেগে ওঠে। তারপর ছাই খালি করে জাহাজের ওজন কমানোর চেষ্টা করা হয়। সন্দেশখালি থেকে শ্রমিক নিয়ে এসে কাজ চলছে এখনও। জানা গিয়েছে, সপ্তাহ খানেক লাগতে পারে সব ছাই খালি করতে। তারপর জাহাজ মেরামত করে বাংলাদেশ ফিরতে পারে জাহাজ। জাহাজের কর্মীরা আপাতত নিরাপদেই আছেন বলে জানা গিয়েছে। সেই ডুবন্ত জাহাজ উদ্ধারে হাত লাগিয়েছে এপার বাংলা।
এদিকে বাংলাদেশ থেকে সম্প্রতি দেশে ফিরেছেন সে দেশে বন্দি থাকা ভারতীয় মৎস্যজীবীরা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন, এই ভারতীয় মৎস্যদীবীদের নাকি বাংলাদেশের জেলে মারধর করা হয়েছে। সেই সময় বাংলাদেশি জেলে ভারতীয়দের ওপর অত্যাচারের বর্ণনা দিয়ে সাক্ষাৎকার দিয়েছিলেন ভারতে ফেরা এক মৎস্যদীবী। গোপাল মান্না নামক সেই ভারতীয় মৎস্যজীবী অভিযোগ করেছিলেন, বাংলাদেশি জেলে উলঙ্গ করে নাকি ছবি তোলা হয়েছিল তাদের। যা নিয়ে শোরগোল পড়েছে দুই বাংলাতেই।