দীর্ঘদিন ধরে কাঁটাতার বিহীন অবস্থায় ছিল এই এলাকা, ফলে নিরাপত্তা নিয়েও আতঙ্কে থাকতেন এলাকার মানুষজন। অবশেষে কাঁটাতার বসতেই যেন কিছুটা হলেও স্বস্তি এলাকাবাসীদের। জমি জটিলতা সহ, নানা কারণে এই এলাকায় কাঁটাতার বসানোর কাজ শুরু করতে পারছিল না বর্ডার সিকিউরিটি ফোর্স। যা নিয়ে বারবার কাঠগড়ায় তোলা হত শাসক বিরোধী দুই শিবিরকেই।
advertisement
আরও পড়ুন: গান্ধিজির সামগ্রি, চিঠি, নথি! সব এক ছাদের তলায়! মাত্র ১০ টাকা খরচ করেই পেতে পারেন ‘অমূল্য দর্শন’
অবশেষে, জটিলতা কাটিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে কাঁটাতার বসানোর জন্য জমি দেওয়া হয় কেন্দ্রকে। জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনা জেলায় মোট প্রায় ৩০০ একর জমি দেওয়া হয়েছে বিএসএফকে। যার মধ্যে প্রায় ১০০ একর জমি এই বাগদা এলাকায়। যেখানে ইতিমধ্যেই সেই কাঁটাতার বসানোর কাজ শুরু করেছে সীমান্ত সুরক্ষা বাহিনী।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ফলে আগামী দিনে এই এলাকায় অনুপ্রবেশ সহ চোরা চালান অনেকটাই রোখা সম্ভব হবে, বাড়বে নিরাপত্তা বলেই মনে করছেন স্থানীয় মানুষজন।
Rudra Narayan Roy