TRENDING:

India Bangladesh Border: বাংলাদেশকে আর এক ইঞ্চি ছাড় নয়! পশ্চিমবঙ্গ সীমান্তে যা করল বিএসএফ, শুনে বলে উঠবেন, 'বেশ হয়েছে'!

Last Updated:

India Bangladesh Border: এমনই চিত্র ধরা পড়ছে উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হাসনাবাদ সীমান্তবর্তী এলাকায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা : বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ভারতের সীমান্তে বাড়ানো হল নিরাপত্তা, কাঁটা তারের বেড়া মজবুত করতে দেওয়া হচ্ছে নতুন করে কাঁটা তার। খুশি সীমান্তবাসী মানুষরা। সাম্প্রতিক কালে বাংলাদেশে অশান্তির জেরে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা আরও নিরাপত্তা বাড়িয়েছে। এমনই চিত্র ধরা পড়ছে উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হাসনাবাদ সীমান্তবর্তী এলাকায়।
advertisement

ইছামতি নদীর পাড়ে সীমন্তরক্ষী বাহিনীর টহলের আগে থেকে অনেকটাই বাড়ানো হয়েছে। নজর দিচ্ছে কাঁটাতারের এ পার থেকে ওপারে। উল্লেখ্য, গত বছর বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর ভারত-বাংলাদেশ সম্পর্ক ক্রমশ খারাপ হতে শুরু করেছে। যার প্রভাব পড়ে দুই দেশের অভ্যন্তরীণ বাণিজ্য থেকে শুরু করে যাওয়া আসাতেও।

এরপরই বাংলাদেশ থেকে যাতে কোনও ক্রমে অনুপ্রবেশকারীরা ঢুকতে না পারে, তার জন্য কড়া পাহারায় রয়েছে সীমান্তরক্ষী বাহিনী। অন্যদিকে সীমান্তে যে সব কাঁটাতার লাগানো আছে, সেইসব কাঁটাতার পেরিয়ে যাতে ভারতের ভূখণ্ডে প্রবেশ করতে না পারে, তার জন্য ইছামতি নদীর পাড় বরাবর রয়েছে কাঁটাতারে বেড়া।

advertisement

সেই কাঁটা তারের বেড়া আরও মজবুত করতে সেই বেড়ার উপরে আবার নতুন করে লাগানো হচ্ছে কাঁটাতার। ইতিমধ্যে নতুন করে প্রায় কয়েক কিলোমিটার কাঁটা তারের বেড়া দেওয়া হয়েছে। এর ফলে সীমান্তবর্তী গ্রামবাসীরা যথেষ্ট নিরাপত্তায় রয়েছে বলে জানালেন তারা।

View More

সেরা ভিডিও

আরও দেখুন
বয়স মাত্র ৯! চোখে দৃষ্টি শক্তি নেই, ছোট্ট মৈত্রী'র জীবন আলো করে রয়েছে গান!
আরও দেখুন

—- জুলফিকার মোল্লা

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
India Bangladesh Border: বাংলাদেশকে আর এক ইঞ্চি ছাড় নয়! পশ্চিমবঙ্গ সীমান্তে যা করল বিএসএফ, শুনে বলে উঠবেন, 'বেশ হয়েছে'!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল