ইছামতি নদীর পাড়ে সীমন্তরক্ষী বাহিনীর টহলের আগে থেকে অনেকটাই বাড়ানো হয়েছে। নজর দিচ্ছে কাঁটাতারের এ পার থেকে ওপারে। উল্লেখ্য, গত বছর বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর ভারত-বাংলাদেশ সম্পর্ক ক্রমশ খারাপ হতে শুরু করেছে। যার প্রভাব পড়ে দুই দেশের অভ্যন্তরীণ বাণিজ্য থেকে শুরু করে যাওয়া আসাতেও।
এরপরই বাংলাদেশ থেকে যাতে কোনও ক্রমে অনুপ্রবেশকারীরা ঢুকতে না পারে, তার জন্য কড়া পাহারায় রয়েছে সীমান্তরক্ষী বাহিনী। অন্যদিকে সীমান্তে যে সব কাঁটাতার লাগানো আছে, সেইসব কাঁটাতার পেরিয়ে যাতে ভারতের ভূখণ্ডে প্রবেশ করতে না পারে, তার জন্য ইছামতি নদীর পাড় বরাবর রয়েছে কাঁটাতারে বেড়া।
advertisement
সেই কাঁটা তারের বেড়া আরও মজবুত করতে সেই বেড়ার উপরে আবার নতুন করে লাগানো হচ্ছে কাঁটাতার। ইতিমধ্যে নতুন করে প্রায় কয়েক কিলোমিটার কাঁটা তারের বেড়া দেওয়া হয়েছে। এর ফলে সীমান্তবর্তী গ্রামবাসীরা যথেষ্ট নিরাপত্তায় রয়েছে বলে জানালেন তারা।
—- জুলফিকার মোল্লা





