কোথাও আবার সমাজের দুঃস্থ পিছিয়ে পড়া শিশুদের নিয়েও দিনটি পালন করা হয়। সমাজের পিছিয়ে পড়া, দুঃস্থ বাচ্চাদের মূল স্রোতে এগিয়ে নিয়ে যাচ্ছে ‘ইউনাইটেড হোপ ফাউন্ডেশন’। প্রত্যন্ত গ্রামের পিছিয়ে পড়া শিশু, যাদের পরিবারে নুন আনতে পান্তা ফুরোয়, সেই বাচ্চাদের শিক্ষা থেকে শুরু করে আগামী দিনে এগিয়ে যাওয়ার পথপ্রদর্শক হিসেবে কাজ করে চলেছে ‘ইউনাইটেড হোপ ফাউন্ডেশন’। প্রত্যেক বছরের মতো এ’বছরও স্বাধীনতা দিবসের দিন বাচ্চাদের নিয়ে বিশেষভাবে দিনটি পালন করা হল। তাদের সঙ্গে যৌথভাবে হাত বাড়িয়ে দিয়েছে SRK (শাহরুখ খান) মিলস।
advertisement
SRK (শাহরুখ খান) মিলস এর ঋত্বিকা সরকার বলেন, ” আমরা শাহরুখ খান মিলস গ্রুপের সঙ্গে যুক্ত। আমাদের মূল লক্ষ্য দরিদ্র, অভাবী বাচ্চাদের পাশাপাশি দুঃস্থ পথচারিদের কাছে খাবার পৌঁছে দেওয়া।
শাহরুখ খানের কোনও সিনেমার বছর পূর্তি হলে, কিংবা শাহরুখ খানের জন্মদিনে আমরা পিছিয়ে পড়া এলাকার দুঃস্থ বাচ্চা ও বয়স্ক মানুষের হাতে খাবার তুলে দিই। তাদের সঙ্গে এই দিনগুলি কাটাই। স্বাধীনতা দিবসে ‘ইউনাইটেড হোপ’ ও ‘SRK (শাহরুখ খান) মিলস’-এর যৌথ উদ্যোগে দিনটি পালন করা হল আসানসোলের নডিয়া এলাকায়।
সমাজের পিছিয়ে পড়া প্রায় ৪০ জন দুঃস্থ শিশুকে নিয়ে স্বাধীনতা দিবস পালন করা হয়। সকালে পতাকা উত্তোলন করার পর বাচ্চাদের নিয়ে একটি ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে বাচ্চারা কেউ নৃত্য, কেউ সঙ্গীত পরিবেশন করে। কেউ আবৃত্তি করে। দুপুরে মধ্যাহ্নভোজনের আয়োজন করা হয়।