সাধারণ কাজকর্ম করতে গিয়ে মানুষকে নাজেহাল হতে হচ্ছে। কিন্তু স্বাধীনতা দিবস পালনে রাজ্যের অন্য জায়গার মতো উন্মাদনা দেখা গেল ঘাটালে। প্রায় দু’মাস ধরে প্লাবিত ঘাটালের একাধিক এলাকা। অথচ স্বাধীনতা দিবসের সকালে হাঁটু সমান জল ঠেলে পতাকা উত্তোলন করতে হাজির হলেন পড়ুয়া, শিক্ষক, অভিভাবকরা। বন্যা কবলিত এলাকার মানুষজনও মেতে উঠলেন স্বাধীনতার আনন্দে।
advertisement
আরও পড়ুন : মুখে না বললেও হয়ে যাচ্ছে সমাধান, ‘অ্যাকশন মোডে’ স্কুল! কী চলছে দুর্গাপুরে?
এখনও বন্যার জলে ডুবে রয়েছে স্কুল চত্বর। তারই মাঝে তোলা হচ্ছে স্বাধীনতা দিবসের পতাকা। এমন ছবি রীতিমতো সকলের নজর কেড়েছে। যেখানে দুই মাস ধরে বন্যায় প্লাবিত ঘাটাল, ঘাটাল ব্লকের একাধিক গ্রাম পঞ্চায়েত এলাকা ও পৌর এলাকা, সেখানে স্বাধীনতা দিবস পালনের আবেগে কোনও ঘাটতি নেই।
আরও পড়ুন : প্লাটিক দূষণ নিয়ে চিন্তার দিন শেষ, পথ দেখাচ্ছে পুরুলিয়া! যা হচ্ছে দেখে চমকে যাবেন
উল্লেখ্য, বন্যার কারণে ঘাটালে একাধিক স্কুল থেকে শুরু করে রাস্তাঘাট জলমগ্ন। আর সেই জল যন্ত্রণার মাঝেই এদিন ১৫ আগস্টের জাতীয় পতাকা উত্তোলন করতে জল পেরিয়ে স্কুলে এসেছেন অভিভাবক থেকে শুরু করে ছাত্রছাত্রী, শিক্ষকরা। এক কথায় জল যন্ত্রণার মাঝেই দেশের স্বাধীনতা দিবস পালন করছেন বন্যা কবলিত এলাকার মানুষজন।