রানীগঞ্জের মঙ্গলপুর শিল্পতালুক। সেখানে রয়েছে বেশ কয়েকটি স্পঞ্জ আয়রন কারখানা। এলাকাবাসীর অভিযোগের তির ওই কারখানাগুলির দিকেই।
স্থানীয়দের ঠিক কি অভিযোগ?
এলাকার মানুষজন বলছেন, স্পঞ্জ আয়রন কারখানাগুলি চলছে। কিন্তু কারখানা কর্তৃপক্ষ দূষণ নিয়ন্ত্রণের নিয়মের তোয়াক্কা করছে না। তার ফলেই গোটা এলাকা জুড়ে বাড়ছে দূষণের পরিমাণ। কারখানার দূষিত ছাইয়ে জেরবার স্থানীয়রা। কারখানার দূষিত ছাই এবং ধোঁয়ার জেরে এলাকার গাছগুলি ঢেকে যাচ্ছে। নষ্ট হচ্ছে জলাশয়ের জল। একই সঙ্গে কারখানার দূষিত ছাইয়ের ফলে স্থানীয়দের ঘরবাড়ি গুলিও দূষিত হচ্ছে।
advertisement
আরও পড়ুনঃ পড়ুয়া মৃত্যুতে বাড়ছে ক্ষোভ! যাদবপুরের ছাত্রীদের সোশ্যাল মিডিয়ায় কদর্য আক্রমণ, অভিযোগ দায়ের
যে কারণে নানারকম শারীরিক সমস্যার সৃষ্টি হচ্ছে। তাই প্রশাসনের কাছে স্থানীয়দের অনুরোধ, যাতে কারখানাগুলির দূষণ নিয়ন্ত্রণের দিকে বিশেষভাবে নজর দেওয়া হয়। একইসঙ্গে স্থানীয়রা বলছে, শিল্প তালুকে যে সমস্ত কারখানা গুলি চলছে, সেখানে স্থানীয় বেকার যুবক-যুবতীরা তেমন কাজ পাচ্ছেন না। যদি ওই কারখানা গুলিতে স্থানীয়দেরও কাজের সুযোগ দেওয়া হয়, তাহলে এলাকার মানুষজন উপকৃত হবেন। তাই কারখানা কর্তৃপক্ষ যাতে সে দিকটিতেও একটু নজর দেয়, সেই দাবিও তুলছেন মঙ্গলপুরের মানুষ।
Nayan Ghosh