TRENDING:

আবার শান্তিতে আছে শান্তিপুর, মন্দা কাটিয়ে পুজোয় ফের রমারমা তাঁত-বাজার

Last Updated:

Increase the sales of Santipur Taant saree : পুজো আসছে তাই তাঁতের শাড়ির রঙে ঝলমল করছে, দোকানে দোকানে ভিড়ও জমছে শান্তিপুরে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#শান্তিপুর: পুজো এলেই তাঁতের শাড়ির কথা মনে পরে বহু বাঙালির ৷  তাঁতের শাড়ি মানেই একটা ঐতিহ্যময় বাঙালিয়ানার কথা মনে পড়ে ৷ পুজো এলেই তাঁতের শাড়ির কথা মনে পরে বহু বাঙালির ৷ আগের দিনের মা-মাসিরা তো পুজোর দিনে তাঁতের শাড়ি পড়তেই বেশি স্বাচ্ছন্দ করতেন৷ আজও  পুজোর দিনে তাঁতের শাড়ির প্রচলন কম নেই ৷ বোধন থেকে অঞ্জলিতে যেন তাঁতের শাড়ি ছাড়া চলেই না অনেকের । বাংলার কৃষ্টি সংস্কৃতির গোপন কথা হল বাঙালির তাঁতের শাড়ি।
advertisement

এই তাঁতের শাড়ি তৈরির হাজারটা ঠিকানা থাকলেও নদিয়ার শান্তিপুরকে আসল তাঁতের বাড়ি বলা চলে। কারণ এখান থেকেই দেশ বিদেশে পারি দেয় বাংলার তাঁতের শাড়ি ৷ গত কয়েক বছর ধরে করোনার কোপে সবেতেই মন্দা চলেছে । শান্তিপুরের তাঁতের শাড়িতেও কম লাগেনি মন্দার আঁচ। কিন্তু প্রায় আড়াই বছর পর ফের মন্দা কাটিয়ে আবার শান্তিপুরে ফিরে পেয়েছে আগের মত বাজার ৷ শান্তিপুরের তাঁতের শাড়ির পাইকারি ব্যবসায়ীদের থেকে শাড়ি কেনেন কলকাতার অনেক খুচরা ব্যবসায়ী।

advertisement

কোরোনার পরে এবছর তাঁতের শাড়ির বাজার তুঙ্গে উঠেছে শান্তিপুরে ।

আরও পড়ুন:  ব্লক প্রিন্ট, ইক্কত কিংবা জয়পুরি কাজের কভার, পুজোর আগে পুরোনো বালিশকেই রাঙিয়ে তুলুন

প্রতিযোগিতার বাজারে তাঁতের শাড়ির সঙ্গে পাল্লা দিয়ে জনপ্রিয় হচ্ছে সুরাটের শাড়িও । সুরাটের শাড়ির দাম তাঁতের শাড়ির থেকে কিছুটা কম।বেশ কয়েকবছর ধরেই সুরাট বনাম শান্তিপুরের লড়াই জমজমাট হয়েছে।পুজো আসছে তাই তাঁতের শাড়ির রঙে ঝলমল করছে, দোকানে দোকানে ভিড়ও জমছে শান্তিপুরে। সরস্বতী পুজো থেকে অষ্টমী, নীল,সাদা, বাসন্তী রঙা তাঁতের শাড়ি নজর কাড়ে অনেকরই । পুজোর সকাল, নতুন বৌ-কেও যেন তাঁতের শাড়ি ছাড়া মানায় না। তাই সব মিলিয়ে তাঁতের বাড়ি শান্তিপুরে এবার কিন্তু তাঁতের বাজার বেশ  জমাট হয়েছে।

advertisement

আরও পড়ুন: পুজোয় জমিয়ে খান 'দাদা বউদির বিরিয়ানি'! দামে আরাম, স্বাদে সেরা! রইল হদিশ

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

পুজো আসছে তাই তাঁতের শাড়ির রঙে ঝলমল করছে, দোকানে দোকানে ভিড়ও জমছে শান্তিপুরে। সরস্বতী পুজো থেকে অষ্টমী, নীল,সাদা, বাসন্তী রঙা তাঁতের শাড়ি নজর কাড়ে অনেকরই । পুজোর সকাল, নতুন বৌ-কেও যেন তাঁতের শাড়ি ছাড়া মানায় না। তাই সব মিলিয়ে তাঁতের বাড়ি শান্তিপুরে এবার কিন্তু তাঁতের বাজার বেশ জমজমাট।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
আবার শান্তিতে আছে শান্তিপুর, মন্দা কাটিয়ে পুজোয় ফের রমারমা তাঁত-বাজার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল