এই তাঁতের শাড়ি তৈরির হাজারটা ঠিকানা থাকলেও নদিয়ার শান্তিপুরকে আসল তাঁতের বাড়ি বলা চলে। কারণ এখান থেকেই দেশ বিদেশে পারি দেয় বাংলার তাঁতের শাড়ি ৷ গত কয়েক বছর ধরে করোনার কোপে সবেতেই মন্দা চলেছে । শান্তিপুরের তাঁতের শাড়িতেও কম লাগেনি মন্দার আঁচ। কিন্তু প্রায় আড়াই বছর পর ফের মন্দা কাটিয়ে আবার শান্তিপুরে ফিরে পেয়েছে আগের মত বাজার ৷ শান্তিপুরের তাঁতের শাড়ির পাইকারি ব্যবসায়ীদের থেকে শাড়ি কেনেন কলকাতার অনেক খুচরা ব্যবসায়ী।
advertisement
কোরোনার পরে এবছর তাঁতের শাড়ির বাজার তুঙ্গে উঠেছে শান্তিপুরে ।
আরও পড়ুন: ব্লক প্রিন্ট, ইক্কত কিংবা জয়পুরি কাজের কভার, পুজোর আগে পুরোনো বালিশকেই রাঙিয়ে তুলুন
প্রতিযোগিতার বাজারে তাঁতের শাড়ির সঙ্গে পাল্লা দিয়ে জনপ্রিয় হচ্ছে সুরাটের শাড়িও । সুরাটের শাড়ির দাম তাঁতের শাড়ির থেকে কিছুটা কম।বেশ কয়েকবছর ধরেই সুরাট বনাম শান্তিপুরের লড়াই জমজমাট হয়েছে।পুজো আসছে তাই তাঁতের শাড়ির রঙে ঝলমল করছে, দোকানে দোকানে ভিড়ও জমছে শান্তিপুরে। সরস্বতী পুজো থেকে অষ্টমী, নীল,সাদা, বাসন্তী রঙা তাঁতের শাড়ি নজর কাড়ে অনেকরই । পুজোর সকাল, নতুন বৌ-কেও যেন তাঁতের শাড়ি ছাড়া মানায় না। তাই সব মিলিয়ে তাঁতের বাড়ি শান্তিপুরে এবার কিন্তু তাঁতের বাজার বেশ জমাট হয়েছে।
আরও পড়ুন: পুজোয় জমিয়ে খান 'দাদা বউদির বিরিয়ানি'! দামে আরাম, স্বাদে সেরা! রইল হদিশ
পুজো আসছে তাই তাঁতের শাড়ির রঙে ঝলমল করছে, দোকানে দোকানে ভিড়ও জমছে শান্তিপুরে। সরস্বতী পুজো থেকে অষ্টমী, নীল,সাদা, বাসন্তী রঙা তাঁতের শাড়ি নজর কাড়ে অনেকরই । পুজোর সকাল, নতুন বৌ-কেও যেন তাঁতের শাড়ি ছাড়া মানায় না। তাই সব মিলিয়ে তাঁতের বাড়ি শান্তিপুরে এবার কিন্তু তাঁতের বাজার বেশ জমজমাট।