প্রসঙ্গত, প্রাক্তন বিধায়ক সোহারাব আলির বাড়িতে আয়কর তল্লাশি শেষ হয় ১৯ ঘন্টা পরে। কিন্তু ব্যবসায়ী ইমতিয়াজ আহমেদ এবং শিল্পপতি মহেন্দ্র শর্মার বাড়িতে আয়কর হানা অব্যাহত ছিল বৃহস্পতিবার পর্যন্ত। তবে গত বুধবার মোট ৫ জায়গায় যে অভিযান চলছিল, তা এখন ৩ জায়গায় দাঁড়িয়েছে। ব্যবসায়ীদের বাড়িতে অভিযান এখনও চলছে বলে খবর। তবে তৃণমূল প্রাক্তন বিধায়ক সোহারাব আলির বাড়িতে যে অভিযান চলছিল, তা রাত ১২ টার শেষ হয়ে যায় বলে খবর। তার বাড়িতে ভোর ৫ টা থেকে রাত ১২টা পর্যন্ত অর্থাৎ ১৯ ঘন্টা অভিযান চলে।
advertisement
অন্য দিকে, ব্যবসায়ী ইমতিয়াজের ঘনিষ্ঠ সুজিত সিংয়ের বাড়ি থেকে আয়কর দফতরের অধিকারিকরা বেরিয়ে যান এ দিন ভোর ৪টে নাগাদ। সূত্রের খবর বেশ কিছু ব্যবসা কেন্দ্রিক কাগজপত্র, ব্যাঙ্ক অ্যাকাউন্টের নথি নিয়ে গিয়েছেন আয়কর দফতরের আধিকারিকরা।
তবে অভিযান এখনও চলছে ব্যবসায়ী ইমতিয়াজ আহমেদ খান ও ইমতিয়াজের হিসাব রক্ষক পঙ্কজ আগরওয়াল বাড়িতে। তা ছাড়াও শিল্পপতি মহেন্দ্র শর্মার বাড়িতে অভিযান চলছে বলে খবর।
নয়ন ঘোষ