TRENDING:

Purulia News: বাঁশই জীবন, বাঁশই জীবিকা! প্রজন্মের পর প্রজন্ম বহমান ঐতিহ্য, জানুন কালিন্দী পাড়ার শতাব্দী প্রাচীন শিল্পকথা

Last Updated:

Purulia News: প্রজন্মের পর প্রজন্ম ধরে বাঁশের তৈরি কুলো, খাঁচা ও গৃহস্থালি সামগ্রী তৈরি করে জীবিকা চালাচ্ছে পুরুলিয়ার কালিন্দী পাড়া। রাজ্যের বিভিন্ন জেলায় পৌঁছে যাচ্ছে শিল্পীদের হাতের কাজ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া, শান্তনু দাস: বাঁশের কাজে গড়া তাদের জীবন। প্রজন্মের পর প্রজন্ম ধরে তারা বাঁশ দিয়ে কুলো, খাঁচা ও নানা ধরনের গৃহস্থালির সামগ্রী তৈরি করে জীবিকা নির্বাহ করে আসছেন। পূর্বপুরুষদের কাছ থেকে পাওয়া এই ঐতিহ্যবাহী কাজ আজও তারা নিষ্ঠার সঙ্গে ধরে রেখেছেন এবং তাদের তৈরি জিনিসপত্র এখন রাজ্যের বিভিন্ন জেলায় পৌঁছে যাচ্ছে।
advertisement

পুরুলিয়া জেলার কাশীপুর বিধানসভার কলাবনীর কালিন্দী পাড়ায় প্রায় ১০০ থেকে ১৫০টি পরিবার প্রজন্মের পর প্রজন্ম ধরে এই শিল্পেই নিয়োজিত। বাঁশের তৈরি কুলো, খাঁচা ও গৃহস্থালি সামগ্রী তৈরি করা তাদের জীবিকার মূল ভিত্তি। বর্তমানে গ্রামের প্রায় সমস্ত কালিন্দী পরিবারই বাঁশের তৈরি জিনিসপত্র তৈরির সঙ্গে যুক্ত।

আরও পড়ুনঃ ভেঙে পড়ল সদ্য নির্মিত মিড ডে মিলের ঘরের ছাদের একাংশ! অল্পের জন্য রক্ষা শিক্ষিকার, প্রশ্নের মুখে স্কুলের নিরাপত্তা

advertisement

View More

বাঁশের কাজ করছেন শিল্পী

গ্রামের বাসিন্দা পূর্ণিমা কালিন্দী ও সন্ধ্যা কালিন্দীরা জানান, “আমরা বহুদিন ধরে এই পেশার সঙ্গে যুক্ত। আমাদের জীবন, অভিজ্ঞতা এবং পরিচয়, সবই এই শিল্পের সঙ্গে মিশে আছে। নানা প্রতিকূলতার মধ্যেও আমরা এই পেশা ছেড়ে যেতে চাই না। যদিও পরিশ্রমের তুলনায় পারিশ্রমিক কম, তবু আমরা এই শিল্পকে ধরে রেখেছি। বর্তমান সময়েও বাঁশের তৈরি কুলো, খাঁচা ও অন্যান্য গৃহস্থালি সামগ্রীর চাহিদা রয়েছে বাজারে।” তারা আরও জানান, “তাদের তৈরি জিনিসপত্র এখন শুধু পুরুলিয়াতেই নয়, রাজ্যের বিভিন্ন জেলায়ও পৌঁছে যাচ্ছে।”

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
বাঁশই জীবন, বাঁশই জীবিকা! কালিন্দী পাড়ার শতাব্দী প্রাচীন শিল্পকথা জানুন
আরও দেখুন

শতাব্দীপ্রাচীন এই লোকশিল্প শুধু তাদের রোজগারের মাধ্যম নয়, বরং তাদের সংস্কৃতি ও ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। ভোর থেকে গভীর রাত পর্যন্ত তারা নিষ্ঠা ও মমতার সঙ্গে এই শিল্পকর্মে নিজেদের নিয়োজিত রাখেন। এসব হাতে গড়া শিল্পকর্ম বিক্রি করেই তাদের জীবনের চাকা ঘোরে, সংসার চলে, আর প্রজন্ম থেকে প্রজন্মে বহমান থাকে তাদের ঐতিহ্যের ধারা।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purulia News: বাঁশই জীবন, বাঁশই জীবিকা! প্রজন্মের পর প্রজন্ম বহমান ঐতিহ্য, জানুন কালিন্দী পাড়ার শতাব্দী প্রাচীন শিল্পকথা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল