পুরুলিয়া জেলার কাশীপুর বিধানসভার কলাবনীর কালিন্দী পাড়ায় প্রায় ১০০ থেকে ১৫০টি পরিবার প্রজন্মের পর প্রজন্ম ধরে এই শিল্পেই নিয়োজিত। বাঁশের তৈরি কুলো, খাঁচা ও গৃহস্থালি সামগ্রী তৈরি করা তাদের জীবিকার মূল ভিত্তি। বর্তমানে গ্রামের প্রায় সমস্ত কালিন্দী পরিবারই বাঁশের তৈরি জিনিসপত্র তৈরির সঙ্গে যুক্ত।
advertisement
বাঁশের কাজ করছেন শিল্পী
গ্রামের বাসিন্দা পূর্ণিমা কালিন্দী ও সন্ধ্যা কালিন্দীরা জানান, “আমরা বহুদিন ধরে এই পেশার সঙ্গে যুক্ত। আমাদের জীবন, অভিজ্ঞতা এবং পরিচয়, সবই এই শিল্পের সঙ্গে মিশে আছে। নানা প্রতিকূলতার মধ্যেও আমরা এই পেশা ছেড়ে যেতে চাই না। যদিও পরিশ্রমের তুলনায় পারিশ্রমিক কম, তবু আমরা এই শিল্পকে ধরে রেখেছি। বর্তমান সময়েও বাঁশের তৈরি কুলো, খাঁচা ও অন্যান্য গৃহস্থালি সামগ্রীর চাহিদা রয়েছে বাজারে।” তারা আরও জানান, “তাদের তৈরি জিনিসপত্র এখন শুধু পুরুলিয়াতেই নয়, রাজ্যের বিভিন্ন জেলায়ও পৌঁছে যাচ্ছে।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
শতাব্দীপ্রাচীন এই লোকশিল্প শুধু তাদের রোজগারের মাধ্যম নয়, বরং তাদের সংস্কৃতি ও ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। ভোর থেকে গভীর রাত পর্যন্ত তারা নিষ্ঠা ও মমতার সঙ্গে এই শিল্পকর্মে নিজেদের নিয়োজিত রাখেন। এসব হাতে গড়া শিল্পকর্ম বিক্রি করেই তাদের জীবনের চাকা ঘোরে, সংসার চলে, আর প্রজন্ম থেকে প্রজন্মে বহমান থাকে তাদের ঐতিহ্যের ধারা।





