আরও পড়ুন: প্রেমের টানে ব্রাজিল থেকে নবদ্বীপে! ভাষা বুঝতে ভরসা গুগল ট্রান্সলেটর…রাত পোহালেই বিয়ে বিদেশিনীকে
স্থানীয়দের অভিযোগ ছিল বুড়িগঙ্গায় জলা জংলা, নোংরার ফলে পোকামাকড় মশা এমনকি সাপের উপদ্রব বেড়ে গিয়েছিল। এছাড়াও বুড়িগঙ্গা আবর্জন স্তূপে ভরাট হওয়ার কারণে সামনে বর্ষাকালে বর্ষার জল বুড়িগঙ্গায় পড়তে পারবে না যার ফলে জলমগ্ন হয়ে থাকার সম্ভাবনা রয়েছে বুড়িগঙ্গার স্থানীয় এলাকাগুলি। প্রশাসন ও সরকারি ভবনে একাধিকবার অভিযোগ জানানোর পরে অবশেষে বুড়িগঙ্গা পরিষ্কার করতে উদ্যোগী হয় সরকারি আধিকারিকেরা।
advertisement
আরও পড়ুন: রোদে-জলে কষ্ট করে চাষবাস, কৃষকদের জন্য অভিনব টুপি আবিষ্কার, অনেক সুবিধা
স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন বর্ষার আগেই তাদের নিরন্তর অভিযোগের ফলে ইরিগেশন দফতরের আধিকারিকেরা জেসিবি নিয়ে এসে বুড়িগঙ্গা পরিষ্কার করতে উদ্যোগী হল। যার ফলে খুশি স্থানীয় এলাকার বাসিন্দারা। বুড়িগঙ্গা পরিষ্কার থাকলে একদিকে যেমন বর্ষার জল অন্যান্য স্থানে দাঁড়াবে না ঠিক তেমনই পরিষ্কার জলে মাছের উৎপাদন হলে উপকৃত হবেন মৎস্যজীবীরাও।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
Mainak Debnath





