TRENDING:

West Bengal Municipal Election 2022: 'শুনতে হয়েছিল, ঝিয়ের ছেলে, তুই আবার ভোটে দাঁড়াবি কী!', কটাক্ষ ঝেড়ে স্ত্রীকে জেতালেন কৃষ্ণনগরের রূপ

Last Updated:

West Bengal Municipal Election 2022: ছোটবেলা থেকেই কষ্ট করে বড় হয়েছেন তিনি। তাই অন্যের কষ্ট দেখতে পারেন না।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কৃষ্ণনগর: বিপদে পড়লে তাঁর কাছে ছুটে আসেন সবাই। কারওর বাড়ির কোনও সদস্য মারা গেলে বা কোনও প্রসূতির সন্তান জন্ম নিলে কৃষ্ণনগরের বাসিন্দা সমাজসেবক রূপ ঘোষের কথাই মনে পড়ে সবার। ছোটবেলায় বাবা মারা যান, তখন তিনি অষ্টম শ্রেণীতে পড়েন। মা অতি কষ্টে লোকের বাড়িতে পরিচারিকার কাজ করে মানুষ করেছেন তাঁকে এবং তার বোনকে।
নিজস্ব চিত্র।
নিজস্ব চিত্র।
advertisement

আরও পড়ুন: দার্জিলিং দখল করল নতুন দল হামরো পার্টি, শূন্য বিজেপি! পাহাড়ে নতুন শক্তির উদয়?

ছোটবেলা থেকেই কষ্ট করে বড় হয়েছেন তিনি। তাই অন্যের কষ্ট দেখতে পারেন না। কৃষ্ণনগরের কোন মানুষ যদি বিপদে পড়েন, সঙ্গে সঙ্গে ছুটে যান তিনি। পরিচয় বাড়ে, আলাপ হয়, মানুষও এগিয়ে আসেন। বন্ধুরা মিলে রাস্তার ওপরে একটি দোকান করে দেন তাঁকে। সেই দোকান থেকে যা রোজগার হয় তাতেই কোনরকমে দিন চলে তাঁর। বাড়ির মালিক মানব দাস সেই দোকানকে পাকা করে দিয়েছেন। সেই দোকান থেকেই বর্তমানে কোনও রকমে করে খান তিনি।

advertisement

আরও পড়ুন: বিলীন গেরুয়া, ফুটে উঠল লাল আভা, বঙ্গ রাজনীতিতে আরও কোণঠাসা বিজেপি!

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

তিনি জানান ভোটের দিন তাঁকে বিভিন্ন কটূক্তিও শুনতে হয়েছে। তিনি বলেন "তুই ঝিয়ের ছেলে তুই আবার ভোটে দাঁড়াবি কী! আমাদের এখানে জমির দাম জানিস কত? ৭৫ লাখ টাকা কাটা!" এই কথা শুনে খুবই কষ্ট পান তিনি। তবে আজ ভোটের ফলাফল প্রকাশ পেতেই তিনি বেজায় খুশি। ৩০ বছরের কাউন্সিলর থাকা তৃণমূল প্রার্থীকে হারিয়ে কৃষ্ণনগর ২০ নম্বর ওয়ার্ডে তাঁর স্ত্রী শ্রীমতি উজ্জলা ঘোষ কংগ্রেসের প্রার্থী হিসেবে ভোটে লড়েছিলেন। আজ বিপুল ভোটে জয়লাভ করেন তার স্ত্রী। তিনি জানান ২০ নম্বর ওয়ার্ডের মানুষ আমার ওপর আস্থা রেখেছেন। তার জন্য আমি চিরকৃতজ্ঞ।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal Municipal Election 2022: 'শুনতে হয়েছিল, ঝিয়ের ছেলে, তুই আবার ভোটে দাঁড়াবি কী!', কটাক্ষ ঝেড়ে স্ত্রীকে জেতালেন কৃষ্ণনগরের রূপ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল