স্থানীয় সূত্রে জানা যায়, এদিন এক ব্যক্তি মাত্র এক বস্তা বালি আনতে গিয়েছিলেন নদী থেকে। সেই সময় এলাকায় সক্রিয় বালি মাফিয়ারা তাকে বালি তুলতে বাধা দেয়। তর্ক-বিতর্কের জেরে শুরু হয় ধস্তাধস্তি ও মারধর।
advertisement
চোখের সামনে ভাইকে বেধড়ক মারতে দেখে ৭০ বছরের গোলাম শেখ ঘটনাস্থলে ছুটে যান ভাইকে বাঁচাতে। কিন্তু তাতেই উল্টে তিনি নিজেই বালি মাফিয়াদের আক্রমণের শিকার হন। স্থানীয়দের অভিযোগ, তাঁকে নির্দয়ভাবে পিটিয়ে খুন করা হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় প্রবীণ গোলাম শেখের। খবর পেয়ে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনায় গভীর শোক ও ক্ষোভে ফেটে পড়েছেন গ্রামবাসীরা। মৃতের পরিবারের দাবি, দোষীদের দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তি দিতে হবে। কান্দি থানার পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে।
