TRENDING:

Viral Video: গোসাবার খালে বিশালাকার কুমির! কীভাবে ধরা পড়ল বনদফতরের হাতে. দেখুন ভিডিও

Last Updated:

লোকালয়ের খালে ঢুকে পড়া একটি পূর্ণ বয়স্ক কুমির উদ্ধার করল বন দফতর। গোসাবার বালি ২ গ্রাম পঞ্চায়েতের বিরাজনগর এলাকার সুখময় শিকদারের খাল থেকে উদ্ধার হয় কুমিরটি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সুমন সাহা, গোসাবা: লোকালয়ে ঢুকে পড়েছে ইয়াব্বড় কুমির। প্রাণে বাঁচতে এলোপাথাড়ি ছোটাছুটি শুরু করেছে বাসিন্দারা। সুযোগ বুঝে কুমিরটিকে খপাৎকরে ধরে বন্দি করে বনদফতর। লোকালয়ের একটি খালে ঢুকে পড়ে একটি পূর্ণ বয়স্ক কুমির। ঘটনাটি ঘটেছে, দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গোসাবার বালি ২ গ্রাম পঞ্চায়েতের বিরাজনগর এলাকার সুখময় শিকদারের খাল থেকে উদ্ধার হয় কুমিরটি। স্থানীয়রা এদিন সকালে খালে কুমিরটিকে ভাসতে দেখে বন দফতরকে খবর দিলে পাশের বিদ্যা রেঞ্জ অফিস থেকে বনকর্মীরা দ্রুত এসে জাল ফেলে কুমিরটিকে ধরে ফেলেন।
advertisement

আরও পড়ুন: কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বিচারে মাহেশের স্বাস্থ্যকেন্দ্র পেল বিশেষ স্বীকৃতি

এরপর জালে বেঁধে কাঁধে করে সেটিকে উদ্ধার করে রেঞ্জ অফিসে নিয়ে যাওয়া হয়েছে । সেখানে কুমিরটির স্বাস্থ্য পরীক্ষার পর আবারও নদীতে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছেন বনবিভাগ। কুমির ধরা পড়ায় স্বস্তিতে এলাকার মানুষ। সাধারণ ছোটখাটো জলাশয়ে কুমিরের মতো প্রাণীকে দেখা যায় না। তাই কুমিরটি কোথা থেকে এল, সেটাই জানতে খতিয়ে দেখছে বনবিভাগ। স্থানীয়রা জানিয়েছে, বিশাল পরিমাপের কুমিরটি। এদিকে লোকালয়ে কুমিরকে দেখে স্বাভাবিকভাবেই ভয় পেয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। তাই কুমিরটিকে ধরতে পেরে স্বস্তি পেয়েছেন তাঁরা। এদিকে কুমিরটি ধরা মাত্রই তাকে দেখতে ভিড় জমিয়েছেন এলাকার মানুষজন। ফটো এবং ভিডিও তুলতে ব্যস্ত হয়ে পড়েছেন সকলে। আসলে বড় প্রাণীকে সাধারণত চিড়িয়াখানা পাওয়া যায়। তাই তাকে চোখের সামনে দেখার লোভ সামলাতে পারেনি কেউই। মুহূর্তেই ক্যামেরায় বন্দি করে নেয় স্থানীয় বাসিন্দারা।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Viral Video: গোসাবার খালে বিশালাকার কুমির! কীভাবে ধরা পড়ল বনদফতরের হাতে. দেখুন ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল