আরও পড়ুন: কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বিচারে মাহেশের স্বাস্থ্যকেন্দ্র পেল বিশেষ স্বীকৃতি
এরপর জালে বেঁধে কাঁধে করে সেটিকে উদ্ধার করে রেঞ্জ অফিসে নিয়ে যাওয়া হয়েছে । সেখানে কুমিরটির স্বাস্থ্য পরীক্ষার পর আবারও নদীতে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছেন বনবিভাগ। কুমির ধরা পড়ায় স্বস্তিতে এলাকার মানুষ। সাধারণ ছোটখাটো জলাশয়ে কুমিরের মতো প্রাণীকে দেখা যায় না। তাই কুমিরটি কোথা থেকে এল, সেটাই জানতে খতিয়ে দেখছে বনবিভাগ। স্থানীয়রা জানিয়েছে, বিশাল পরিমাপের কুমিরটি। এদিকে লোকালয়ে কুমিরকে দেখে স্বাভাবিকভাবেই ভয় পেয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। তাই কুমিরটিকে ধরতে পেরে স্বস্তি পেয়েছেন তাঁরা। এদিকে কুমিরটি ধরা মাত্রই তাকে দেখতে ভিড় জমিয়েছেন এলাকার মানুষজন। ফটো এবং ভিডিও তুলতে ব্যস্ত হয়ে পড়েছেন সকলে। আসলে বড় প্রাণীকে সাধারণত চিড়িয়াখানা পাওয়া যায়। তাই তাকে চোখের সামনে দেখার লোভ সামলাতে পারেনি কেউই। মুহূর্তেই ক্যামেরায় বন্দি করে নেয় স্থানীয় বাসিন্দারা।
advertisement