আরও পড়ুন: পুজোর আগে ডায়মন্ড হারবার থেকে’ নেপাল’-এর কাছে ফিরল বৃদ্ধ
সোনারপুর কলেজের ইতিহাস অনার্সের ছাত্র জয়মাল্য। ছোটবেলা থেকেই পেন্টিং এবং নিজের হাতে কিছু বানানো নেশা ছিল তার। নিজের খেয়ালেই অনেক কিছু বানিয়েছেন তিনি। এসব বানানোর ফাঁকে ফাঁকেই চলে পড়াশোনা।হঠাৎই বছর তিনেক আগে দুর্গাপুজোর সময় নিজেই মাটি দিয়ে দুর্গা প্রতিমা বানাছিলেন। যা দেখে চমকে গিয়েছিল এলাকার বাসিন্দারা। তার পরের বছরই দেশলাই কাঠি দিয়ে প্রতিমা বানায় জয়মাল্য। এবারে বানিয়েছেন তেজপাতা দিয়ে দুর্গা প্রতিমা । এলাকারই দোকান থেকে তেজপাতা কিনে এনে তা দিয়ে প্রতিমা বানায় জয়মাল্য। প্রতিবছরের মত এই বছরেও জয়মাল্যর তৈরি এই প্রতিমায় এবছরও পাড়ার ক্লাবে পুজো করা হবে।
advertisement
আরও পড়ুন: ১০৫ বছরের বারোয়ারি পুজোয় ঠাকুর গড়ছেন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিল্পী
তিনি জানান, “একটি বাস্তবিক কঠিন ঘরের নিত্য প্রয়োজনীয় ব্যবহার জিনিস আর সেখান থেকে তার উত্তরণ ঘটানো হচ্ছে শৈল্পিক নমনীয় অবয়বের মধ্যে। অর্থাৎ প্রতিদিন গৃহস্থের রান্নার কাজে ব্যবহৃত তেজপাতা দিয়েও যে একটি শৈল্পিক অবয়বের রূপ দেওয়া যায় সেই প্রচেষ্টাই আমরা করেছি।” ইতিমধ্যেই এই মূর্তি তৈরি করা প্রায় শেষের মুখে। ছোট-বড় বিভিন্ন ধরনের আর্টের মূর্তি এর আগে আমরা একাধিকবার দেখেছি। তবে তেজপাতা মতো বস্তু দিয়ে মা দুর্গার মূর্তি হয়তো সকলকেই অবাক করবে, এমনটাই মনে করছেন শিল্পী।
দুর্গা পুজো ২০২৪, ফিচার , পুজো 360, পুজো ইন্টিরিয়র, পুজোর রেসিপি, দুর্গা পুজোর ভ্রমণ, বনেদি বাড়ির পুজো, জেলার পুজো, অন্য পুজো
সুমন সাহা





