আরও পড়ুন: পোস্ট অফিসের প্রাক্তন কর্মী রাস্তায় বসে বেচছেন ‘টাকা’! কিনতে ভিড় বহু মানুষের
এই বছরের চলচ্চিত্র উৎসবের থিমের নাম দেওয়া হয়েছে ‘ফ্যান্টাসি’। কল্প ছবির চরিত্রদেরকে নিয়েই সাজানো হয়েছে থিম। জুরাসিক ওয়ার্ল্ড থেকে হ্যারি পটার কিংবা সোনার কেল্লা সবই দেখা যাবে চলচ্চিত্র উৎসবে এলে। ছাত্র-ছাত্রী এবং ছোট কিশোরদের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে এই থিম। বাংলা, হিন্দি, ইংরেজি মিলিয়ে ১০ টি ছায়াছবি দেখানো হবে, তিনটি ভাষায়। প্রায় ১০ হাজার ছাত্র ছাত্রী এবং তাঁদের অভিভাবক ও শিক্ষক শিক্ষিকারা এই ছায়া ছবি দেখতে পারবেন।
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন“
চন্দননগরের প্রত্যেক স্কুলের ছাত্র ছাত্রীদের এই উৎসবের টিকিট বিনামূল্যে দেওয়া হয়েছে। সোনার কেল্লা, হ্যারি পটার এ্যান্ড দ্যা চেম্বার অফ সিক্রেটস, পাতাল ঘর, নারনিয়া, হীরক রাজার দেশে, রিও টু সহ নানান ছোটদের ছায়াছবি দেখানো হবে। এদিন সাংসদ অর্পিতা ঘোষ বলেছেন, ইন্দ্রনীল সেনের উদ্যোগ ছোটদের ছায়াছবি কলকাতা থেকে বেড়িয়ে জেলায় এসেছে, এর জন্য ইন্দ্রনীল সেনকে ধন্যবাদ।
রাহী হালদার