TRENDING:

Howrah News: নতুন প্রজন্মকে ক্রীড়া ক্ষেত্রে উৎসাহিত করতে বিশেষ উদ্যোগ পূর্ব রেলের!

Last Updated:

ক্রীড়া ক্ষেত্রে রেলের বিশেষ উদ্যোগ, পূর্ব রেলের ক্রীড়া অ্যাকাডেমিগুলি আগামী নতুন প্রজন্মকে ক্রীড়া ক্ষেত্রে আরও পরিণত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রাকেশ মাইতি, হাওড়া: ক্রীড়া ক্ষেত্রে রেলের বিশেষ উদ্যোগ, পূর্ব রেলের ক্রীড়া অ্যাকাডেমিগুলি আগামী নতুন প্রজন্মকে ক্রীড়া ক্ষেত্রে আরও পরিণত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে।
নতুন প্রজন্মকে উৎসাহিত করতে বিশেষ উদ্যোগ পূর্ব রেলের
নতুন প্রজন্মকে উৎসাহিত করতে বিশেষ উদ্যোগ পূর্ব রেলের
advertisement

যাত্রী পরিষেবার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে পূর্ব রেলের। বর্তমান সময়ে পূর্ব ভারতের যোগাযোগ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে পূর্ব রেলের। পাশাপশি ক্রীড়া চর্চার ক্ষেত্রেও গুরুত্ব পূর্ণ ভূমিকা রয়েছে পূর্ব রেলের। ভবিষ্যতের প্রতিভাবান খেলোয়াড় গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে থাকে পূর্ব রেল।

কয়েক বছর আগেই এই দশক তথা শতাব্দীর অন্যতম বড় ধাক্কা ‘করোনা অতিমারির প্রভাবে থমকে যায় গোটা বিশ্ব। মানুষ তখন নতুন করে জীবনধারার উপর গুরুত্ব দিতে শুরু করছে। প্রাকৃতিক রোগ প্রতিরোধ ক্ষমতার ওপর জোর দিয়ে শারীরিক কসরতের গুরুত্ব উপলব্ধি করে মানুষ। সেই সময়ে পূর্ব রেল এক অভিনব উদ্যোগ নেয়। যাতে কিশোর-যুবকদের মধ্যে ক্রীড়াভ্যাস গড়ে তোলা যায়। ২০২২ সালের এপ্রিল মাসে, বেহালা স্পোর্টস কমপ্লেক্সে একটি ক্রিকেট অ্যাকাডেমির উদ্বোধনের মাধ্যমে এই প্রয়াস শুরু হয়।

advertisement

এই উদ্যোগটি ভারতীয় রেলের দীর্ঘদিনের ক্রীড়া অনুরাগের সঙ্গে সাযুজ্যপূর্ণ এবং মাননীয় প্রধানমন্ত্রী দ্বারা ঘোষিত “খেলো ইন্ডিয়া, খেলো” কর্মসূচির বাস্তব রূপায়ণ। এখানে রেলের লক্ষ্য লাভ নয়, বাজারের তুলনায় অনেক কম ফি ধার্য করা হয় এবং রেল কর্মচারীদের সন্তানদের জন্য অতিরিক্ত ছাড়ের ব্যবস্থা রাখা হয়। দক্ষ প্রশিক্ষকদের তত্ত্বাবধানে এই অ্যাকাডেমি প্রতিভাবান কিশোরদের প্রশিক্ষণ দিতে শুরু করে। স্থানীয় মানুষের মধ্যে সাড়া এতটাই ব্যাপক হয় যে অল্প সময়েই অ্যাকাডেমির সকল আসন পূর্ণ হয়ে যায়।

advertisement

View More

আরও পড়ুন: সামনে দোকান, আর আড়ালে… মুর্শিদাবাদে দোকানের মধ্যে যা খুঁজে পেল পুলিশ, মাথায় হাত সকলের

বলা যেতে পারে, এখান থেকেই খেলার জগতে আগামীর নক্ষত্ররা উঠে আসে। ওয়াজেদ হোসেন অনূর্ধ্ব ১৯ বাংলা দলের হয়ে প্রতিনিধিত্ব করেন। শুভঙ্কর দে বেঙ্গল প্রিমিয়ার লিগে কলকাতা টাইগার্স দলের হয়ে খেলেন। অ্যাকাডেমির অনূর্ধ্ব ১৫ দল সি.এ.বি টুর্নামেন্টে শীর্ষ স্থান অর্জন করে।

advertisement

এই সাফল্যের দিক লক্ষ্য রেখে পূর্ব রেল দ্রুত তার ক্রীড়া কার্যক্রম বাড়াচ্ছে। যেখানে উচ্চ মানের পরিকাঠামো ও প্রচুর ক্রীড়া সম্ভাবনার ভিত্তিতে বাস্কেটবল ও সাঁতার অ্যাকাডেমি চালু করা হয়। সানিয়া বন্দ্যোপাধ্যায় টানা তিন বছর ধরে ঝাড়খণ্ড রাজ্য টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে শীর্ষস্থান ধরে রাখেন। সোহম বসু রায় পূর্বাঞ্চল সি.বি.এস.ই টেবিল টেনিস প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেন। বাস্কেটবলে, সমায়েত্রী সাহা, ঐশী পাত্র ও অয়ন দে জাতীয় পর্যায়ে বাংলার প্রতিনিধিত্ব করেন। ঘোলসাপুর স্পোর্টস কমপ্লেক্সের সাঁতার ও ডাইভিং একাডেমিতে রয়েছে বিশ্বমানের সুযোগ-সুবিধা। ডাইভার শুভম হোড় ও অভ্র সরদার ইতিমধ্যে জাতীয় প্রতিযোগিতায় রূপো জিতেছেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সবচেয়ে সাম্প্রতিক সংযোজন হল ২০২৫ সালের এপ্রিল মাসে চালু হওয়া ‘লক্ষ্য’ দাবা অ্যাকাডেমি, যেখানে গ্র্যান্ডমাস্টার সহ অভিজ্ঞ প্রশিক্ষকদের দ্বারা পরিচালিত প্রশিক্ষণ চলছে। শুরু থেকেই এটি একটি শ্রেষ্ঠ কেন্দ্র হিসেবে স্বীকৃত। পূর্ব রেলের ক্রীড়া অ্যাকাডেমিগুলিকে অনন্য করে তুলেছে তাদের নিখুঁত তত্ত্বাবধান, ব্যক্তিগত মনোযোগ, খেলা ভিত্তিক দক্ষতা উন্নয়ন, কঠোর অনুশীলন, নিয়মিত প্রতিযোগিতামূলক অংশগ্রহণ এবং তুলনাহীন পরিকাঠামোর সমন্বয়। রেলের তরফে জানান হয়, এই অ্যাকাডেমিগুলির সবচেয়ে বড় কৃতিত্ব হল যুব সমাজের মধ্যে স্বাস্থ্যকর অভ্যাস ও ইতিবাচক মনোভাব গড়ে তোলা। আস্থা ও স্থানীয় মানুষের মধ্যে অল্প সময়ের মধ্যেই নজর কাড়ে।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah News: নতুন প্রজন্মকে ক্রীড়া ক্ষেত্রে উৎসাহিত করতে বিশেষ উদ্যোগ পূর্ব রেলের!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল