তারই আগাম প্রস্তুতি হিসেবে আজ থেকে এই সময়কালে কিভাবে করা হবে এলাকার যান নিয়ন্ত্রণ তারই একটি ট্রায়াল রান শুরু করছে জেলা প্রশাসন। সেই অনুযায়ী ১৮ জানুয়ারি দুপুর ১২ টা থেকে বিকেল ৪ টে পর্যন্ত। একই ভাবে ১৯ তারিখ রাত ১০ টা থেকে ভোর রাত ৩ টে পর্যন্ত ওই এলাকার যান নিয়ন্ত্রণ করা হবে পূর্ব ঘোষণা অনুযায়ী বলেই জানানো হয়েছে।
advertisement
যদি এই ট্রায়াল রান সফলভাবে সম্পন্ন হয়, তাহলে নতুন এই ট্রাফিক ব্যবস্থা ২৫ জানুয়ারি, ২০২৫ থেকে পূর্ণরূপে কার্যকর হবে এবং এটি আগামী ২০ সপ্তাহের জন্য বহাল থাকবে বলেই জানান অতিরিক্ত পুলিশ সুপার স্পর্শ নিলাঙ্গী। ওই সময়কালে প্রতি শুক্রবার রাত ১০:০০ থেকে সোমবার ভোর ৩:০০ পর্যন্ত দীর্ঘ সময় পিডব্লিউডি র ফ্লাইওভার সংরক্ষণের কাজ চলার কারণে বন্ধ থাকবে বারাসাত রোড।
সপ্তাহে দু’দিন করে এই রাস্তা বন্ধ থাকায়, পণ্যবাহী ট্রাক সহ ভারী গাড়ি চলাচলের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা থাকবে। তবে সপ্তাহের বাকি দিনগুলি স্বাভাবিক নিয়মেই চলবে যানবাহন বলে জানা গিয়েছে। এই নিয়ে ইতিমধ্যেই দোলতলা পুলিস লাইনে প্রশাসনিক স্তরেও বৈঠক হয়ে গিয়েছে। তারই প্রস্তুতি হিসেবে আজ থেকে শুরু হচ্ছে এই ট্রাফিক নিয়ন্ত্রণের ট্রায়ালরান। তাই প্রয়োজনে বাড়ি থেকে বেরোনোর আগে হাতে কিছুটা অতিরিক্ত সময় নিয়ে বেরোন।
Rudra Narayan Roy






