TRENDING:

Barasat Road Overbridge Closed: এবার হতে হবে বারাসতে ব্যতিব্যস্ত, মেগা গুরুত্বপূর্ণ কলোনি মোড় ও চাপাডালি মোড়ের মধ্যের ফ্লাইওভার থাকবে বন্ধ, রইল কারণ

Last Updated:

Barasat Road Overbridge Closed: ট্রাফিক নিয়ন্ত্রণে ট্রায়াল রানের জন্য বন্ধ থাকবে বারাসতের এই গুরুত্বপূর্ণ রাস্তা!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা: বারাসতের রেল লাইনের দুপাশের সংযোগ রক্ষাকারী, অর্থাৎ কলোনি মোড় ও চাপাডালি মোড়ের মাঝে বারাসাত রোডের ওভারব্রিজের রক্ষণাবেক্ষণ ও সংস্কারে কাজ শুরু হবে। যা চলবে আগামী চারমাস। ফলে দীর্ঘ সময় বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে জেলা সদর শহরের গুরুত্বপূর্ণ এই রাস্তা, নিয়ন্ত্রণ করা হবে ট্রাফিক ব্যবস্থাও।
বারাসাত রোড
বারাসাত রোড
advertisement

তারই আগাম প্রস্তুতি হিসেবে আজ থেকে এই সময়কালে কিভাবে করা হবে এলাকার যান নিয়ন্ত্রণ তারই একটি ট্রায়াল রান শুরু করছে জেলা প্রশাসন। সেই অনুযায়ী ১৮ জানুয়ারি দুপুর ১২ টা থেকে বিকেল ৪ টে পর্যন্ত। একই ভাবে ১৯ তারিখ রাত ১০ টা থেকে ভোর রাত ৩ টে পর্যন্ত ওই এলাকার যান নিয়ন্ত্রণ করা হবে পূর্ব ঘোষণা অনুযায়ী বলেই জানানো হয়েছে।

advertisement

আরও পড়ুন – Indian Team For Champions Trophy: দল নির্বাচন নিয়ে চরম উত্তেজনা, বৈঠকের সময়ে তোলপাড়, কোন ১৫ এলেন চ্যাম্পিয়ন্স ট্রফির দলে

যদি এই ট্রায়াল রান সফলভাবে সম্পন্ন হয়, তাহলে নতুন এই ট্রাফিক ব্যবস্থা ২৫ জানুয়ারি, ২০২৫ থেকে পূর্ণরূপে কার্যকর হবে এবং এটি আগামী ২০ সপ্তাহের জন্য বহাল থাকবে বলেই জানান অতিরিক্ত পুলিশ সুপার স্পর্শ নিলাঙ্গী। ওই সময়কালে প্রতি শুক্রবার রাত ১০:০০ থেকে সোমবার ভোর ৩:০০ পর্যন্ত দীর্ঘ সময় পিডব্লিউডি র ফ্লাইওভার সংরক্ষণের কাজ চলার কারণে বন্ধ থাকবে বারাসাত রোড।

advertisement

View More

সপ্তাহে দু’দিন করে এই রাস্তা বন্ধ থাকায়, পণ্যবাহী ট্রাক সহ ভারী গাড়ি চলাচলের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা থাকবে। তবে সপ্তাহের বাকি দিনগুলি স্বাভাবিক নিয়মেই চলবে যানবাহন বলে জানা গিয়েছে। এই নিয়ে ইতিমধ্যেই দোলতলা পুলিস লাইনে প্রশাসনিক স্তরেও বৈঠক হয়ে গিয়েছে। তারই প্রস্তুতি হিসেবে আজ থেকে শুরু হচ্ছে এই ট্রাফিক নিয়ন্ত্রণের ট্রায়ালরান। তাই প্রয়োজনে বাড়ি থেকে বেরোনোর আগে হাতে কিছুটা অতিরিক্ত সময় নিয়ে বেরোন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কেটেছে প্রায় ৪০০ বছর,পটাশপুরের রাস উৎসবের জৌলুস আজও অটুট
আরও দেখুন

Rudra Narayan Roy

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Barasat Road Overbridge Closed: এবার হতে হবে বারাসতে ব্যতিব্যস্ত, মেগা গুরুত্বপূর্ণ কলোনি মোড় ও চাপাডালি মোড়ের মধ্যের ফ্লাইওভার থাকবে বন্ধ, রইল কারণ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল