হাওয়া অফিসে রিপোর্টে জানা যায়, দক্ষিণবঙ্গে তাপমাত্রার পারদ নিম্নমুখী! অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা স্বাভাবিকের থেকে সামান্য বেশি। হাওয়া অফিসে রিপোর্টে জানা যায় বৃহস্পতিবার ও শুক্রবার দক্ষিণবঙ্গের তাপমাত্রা আরও কিছুটা নামবে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নিচে নেমে আসবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই। কিন্তু শনিবার থেকে আবারও বাড়বে তাপমাত্রা। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা নেই।
advertisement
আপাতত দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী চার-পাঁচদিন পরিষ্কার আকাশ থাকবে। সকাল ও সন্ধ্যেবেলায় শীতের আমেজ। রোদের তাপে দুপুরে বাড়বে তাপমাত্রা। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং ও আলিপুরদুয়ার জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবারেও এই তিন জেলার পাশাপাশি উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলের বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা। রবিবার পর্যন্ত উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া অফিসের।
কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলার মত ৬ মার্চ বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর জেলার দিঘা সহ সর্বত্রই তাপমাত্রার পারদ নেমেছে। বইছে উত্তরে হাওয়া। উত্তরে হাওয়ায় ভর করে আরও কিছুটা নামবে তাপমাত্রার পারদ এমনই পূর্বাভাস দিঘা হাওয়া অফিসের। এদিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৪৫ শতাংশ। হাওয়া অফিসে রিপোর্ট অনুযায়ী, আগামী কয়েক দিন শুষ্ক থাকবে আবহাওয়া। শনিবার থেকে বাড়বে তাপমাত্রা।
সৈকত শী