দক্ষিণবঙ্গের জেলায়, জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা ও পূর্ব মেদিনীপুরে। কলকাতাতেও ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে। বজ্রপাতের আশঙ্কাও রয়েছে কিছু, কিছু জেলায়। উপকূলের জেলাগুলিতে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। এছাড়া বাকি জেলাগুলিতে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
আরও পড়ুনঃ দীর্ঘ সময় পর শিয়ালদহ-বনগাঁ শাখায় ফের ছুটল ‘এই’ লাল ট্রেন! ব্যাপারটা কী জানুন…
advertisement
দক্ষিণের পাশাপাশি উত্তরবঙ্গেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতেও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রপাতের আশঙ্কা করা হচ্ছে এই জেলাগুলিতে। তবে ভোরে ও রাতের দিকে কুয়াশার প্রভাব থাকতে পারে উত্তরে। তবে কালীপূজায় আবহাওয়ার অনুকূল অবস্থা থাকবে। আর বেশি দিন বাকি নেই শীতের আগমনে। শীতের দাপট খুব শীঘ্রই অনুভবে করবে বঙ্গবাসী। ইতিমধ্যেই দক্ষিণের বেশ কিছু জেলাতে হালকা শীতের অনুভূতি হতে শুরু করেছে। শীতে কাঁপুনি ধরাতে চলেছে পুরুলিয়া।