ঝাড়খণ্ড, মুর্শিদাবাদ থেকে প্রায় কয়েকশো মানুষ প্রায়ই আসেন রামপুরহাট জেলা হাসপাতালে। সেই সব রোগী বা রোগীর পরিবারকে ঠকাতে একদল দালাল চক্র সক্রিয় হয়ে উঠেছে হাসপাতালে। অভিযোগ, হাসপাতালে পা রাখা মাত্রই রোগীদের কাছে মসিহা হয়ে ছুটি আসছে দালাল চক্রের প্রতিনিধিরা। তারপরেই ভুল বুঝিয়ে নির্দিষ্ট ওষুধের দোকান থেকে প্যাথোল্যাব নিয়ে যাওয়া হচ্ছে তাদের। এবার এই দালাল চক্রের সঙ্গে যুক্ত হয়েছেন কয়েকজন চিকিৎসকও। হাসপাতালের আউটডোরে রোগী দেখার সময়েই, হাতে গুঁজে দেওয়া হচ্ছে ডাক্তাদের ভিজিটিং কার্ড। চেম্বারে গেলে ভাল চিকিৎসা মিলবে বলে প্রলোভন দেখানো হচ্ছে।
advertisement
ঘটনা জানাজানি হতেই দালাল চক্রের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন হাসপাতালের মুখ্য স্বাস্থ্য আধিকারিক ব্রজেশ্বর মজুমদার। রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে সঠিক দিশা দিতে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই কড়া দাওয়াইয়ে কতটা কাজ হবে রামপুরহাট জেলা হাসপাতালের এখন সেটাই দেখার।