বাইকে মডিফায়েড সাইলেন্সার লাগানোর ফলে ব্যাপক শব্দ দূষণ হয়। বিকট আওয়াজের ফলে প্রবীণ ও অল্পবয়সী শিশুদের সমস্যা হয়। এছাড়াও চিকিৎসকরা বলেন, এই বিকট শব্দের জন্য যেকোনও সময় মানুষের হৃদযন্ত্রেও সমস্যা দেখা দিতে পারে। কিন্তু সর্বত্রই দেখা যায় অল্প বয়সী একদল উচ্ছৃঙ্খল ছেলেপুলের দল কোনও আইন না মেনে দেদার বাইকে মডিফায়েড সাইলেন্সার লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে। এই উচ্ছৃঙ্খলতার বিরুদ্ধে প্রশাসনের ব্যবস্থা নেওয়ার দাবি অনেক দিন ধরেই উঠছিল।
advertisement
আরও পড়ুন: নাগরিকত্ব মামলায় বাংলার পঞ্চায়েত প্রধানকে তলব অসমের আদালতে!
শিল্পাঞ্চল আসানসোলে সম্প্রতি এই শব্দ দানবের দৌরাত্ম্য তো অনেকটাই বেড়েছিল। এমনকি মডিফায়েড সাইলেন্সার লাগানো বাইকের বিকট শব্দের কারণে এলাকার হাসপাতাল ও স্কুলগুলিতেও সমস্যা দেখা দেয়। তারই বিরুদ্ধে মঙ্গলবার অভিযানে নামে আসানসোল উত্তর ট্রাফিক গার্ডের পুলিশ।
আরও পড়ুন: আইসি’র হাতে ঘাস কাটার মেশিন! কারণ জানলে সব গুলিয়ে যাবে
এদিন আসানসোল জুবিলি মোড়ে অভিযান চালিয়ে বেশ কয়েকটি মডিফায়েড সাইলেন্সার লাগানো বাইক আটক করে পুলিশ। এমনকি বেশ কয়েকটি বাইকে লাগানো মডিফায়েড সাইলেন্সার তৎক্ষণাৎ ভেঙে দেওয়া হয় ট্রাফিক গার্ডের পুলিশের পক্ষ থেকে। শহরবাসীকে স্বস্তি দিতে পুলিশের এমন ভূমিকার প্রশংসা করেছে আসানসোলের মানুষ। তাঁরা চান এমন অভিযান আগামী দিনেও যেন বজায় থাকে।