চোলাই তৈরির উপকরণ মজুত রয়েছে এই সন্দেহে জেলা আবগারি দফতর ও বর্ধমান থানার যৌথ অভিযান চালায় পরিত্যক্ত রাইস মিলটিতে। সেখানেই বাজেয়াপ্ত হল ভিন রাজ্যের ট্রাক-সহ প্রচুর পরিমান কাঁচামাল। পরীক্ষার জন্য বাজেয়াপ্ত হওয়া সন্দেহজনক কাঁচামালের নমুনা আবগারি দফতরের পক্ষ থেকে পরীক্ষাগারে পাঠানো হচ্ছে। বর্ধমান থানার আলমগঞ্জের মাটিরবাগ এলাকার ঘটনা।
advertisement
জেলা আবগারি দফতরের ডেপুটি এক্সসাইজ কালেক্টর (সদর রেঞ্জ) নিমাই সামন্ত জানিয়েছেন, বর্ধমান শহরের আলমগঞ্জের মাটির বাগ এলাকার নিত্যকালী রাইস মিল নামে একটি পরিত্যক্ত রাইস মিলে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে জেলা আবগারি দফতর ও বর্ধমান থানার পক্ষ থেকে যৌথভাবে অভিযান চালানো হয়। সেখানে হরিয়ানার যমুনানগরের চালানে নিয়ে আসা একটি ঝাড়খন্ডের গাড়ি থেকে প্রথমে ৪৯৫ টিন ও পরে তল্লাশিতে রাইস মিলের চারটি গোডাউন থেকে আরও ৫৬০০ টিন সন্দেহজনক চোলাই তৈরির কাঁচামাল বাজেয়াপ্ত করা হয়। বাজেয়াপ্ত করা হয় ঝাড়খন্ড নম্বারের ট্রাকটিকেও। যদিও এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি। উদ্ধার হওয়া কাঁচামালের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে।
সামগ্রিক ঘটনার তদন্ত শুরু করেছে আফগারী দফতর। পুলিশ ও আবগারি দফতর সূত্রে জানা গিয়েছে, কতদিন ধরে এই কারবার চলছিল তা জানার চেষ্টা চলছে। এখানে মজুত করার পর সে সব কাঁচামাল বর্ধমান শহর লাগোয়া বিভিন্ন এলাকা, জেলার বিভিন্ন প্রান্ত ও পাশের জেলাগুলিতে সাপ্লাই করা হতো বলে প্রাথমিক তদন্তের পর মনে করা হচ্ছে। এই কারবারের সঙ্গে কারা কারা জড়িত তা জানার চেষ্টা চলছে।