গোপন সূত্রে আগে থেকেই খবর পেয়েই সদাইপুর থানার ওসি মিকাইল মিয়ার নেতৃত্বে পুলিশ ফোর্স ওঁত পেতে ছিল। তুষের বস্তা ঢাকা দেওয়া কয়লা বোঝাই গাড়ি ১৪ নম্বর জাতীয় সড়ক উঠতেই গাড়িটাকে ঘিরে ফেলে পুলিশ। এরপর গ্রেফতার করা হয় চালক ও খালাসিকে আটক করা হয় কয়লা বোঝাই গাড়ি। দুই জন অভিযুক্তকে আজ সিউড়ি আদালতে তোলা হবে।
advertisement
আরও পড়ুন: ভাসবে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গের ৫ জেলায় প্রবল বৃষ্টি! হাওয়া অফিসের বড় সতর্কতা
এদিকে, বিস্ফোরক পাচারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে আরও একজনকে গ্রেফতার করল এসটিএফ। ধৃতের নাম মুক্তার খান। তাকে সিউড়ি আদালতে তোলা হলে ৫ দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেওয়া হয় ।
আরও পড়ুন: রাজ্যসভার চেয়ারম্যান হিসেবে অসাধরণ ভূমিকা নেবেন ধনখড়, আশাবাদী মোদি
গোপন সুত্রে খবর পেয়ে দূর্গাপুরের নিউটাউনশিপের কাছে থেকে তাকে গ্রেফতার করে এসটিএফ। গত ২৯ জুন গভীর রাতে বীরভূমের মহম্মদ বাজার সংলগ্ন ৬০ নং জাতীয় সড়কে ডিটোনেটর বোঝাই গাড়ি আটক করে এসটিএফ। ওই গাড়ি থেকে প্রায় ৮১ হাজার ডিটোনেটর উদ্ধার করা হয়। তাতে একজনকে গ্রেফতার করা হয়েছিল। তাকে জিজ্ঞাসাবাদ করেই মুক্তার খানের নাম জানতে পারে এসটিএফ।