TRENDING:

জয়নগরে বেআইনি অস্ত্র কারখানার হদিশ, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-কার্তুজ

Last Updated:

জয়নগরের বাটরা গ্রামে একটি বাড়িতে বেআইনি অস্ত্র কারখানা রমরমিয়ে চলছে, গোপন সূত্রে খবর পায় পুলিশ৷ এরপরই ওই বাড়িতে রবিবার রাতে হানা দেয় বিশাল পুলিশ বাহিনী৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#জয়নগর: জয়নগরে বেআইনি অস্ত্র কারখানার হদিশ পাওয়া গেল৷ উদ্ধার হয়েছে ৩টি আগ্নেয়াস্ত্র, অসম্পূর্ণ অবস্থায় উদ্ধার করা হয়েছে ৭টি আগ্নেয়াস্ত্র৷ এছাড়াও অস্ত্র তৈরির প্রচুর সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়েছে৷ বাড়ির মালিক আবদুল কারি মণ্ডলকে গ্রেফতার করেছে পুলিশ৷
advertisement

জয়নগরের বাটরা গ্রামে একটি বাড়িতে বেআইনি অস্ত্র কারখানা রমরমিয়ে চলছে, গোপন সূত্রে খবর পায় পুলিশ৷ এরপরই ওই বাড়িতে রবিবার রাতে হানা দেয় বিশাল পুলিশ বাহিনী৷ অস্ত্র কারখানা চালানোর অভিযোগে হাতেনাতে ধরা পড়ে বাড়ির মালিক আবদুল কারি মণ্ডল৷ তল্লাশিতে উদ্ধার হয় ১২ রাউন্ড কার্তুজ, ৫২ রাউন্ড কার্তুজের খোলও৷

ধৃতকে আজ অর্থাত্‍‌ সোমবার বারুইপুর আদালতে তোলা হবে৷ তাকে জেরার জন্য নিজেদের হেফাজতে চেয়ে আবেদন করবে পুলিশ৷ পুলিশের অনুমান, কোথায় অস্ত্র সরবরাহ করা হত ওই কারখানা থেকে, তা জানার পাশাপাশি অস্ত্র কারখানার আরও বড় চক্রের হদিশ পাওয়া যাবে ধৃতকে জেরা করে৷

advertisement

আরও ভিডিও: ব্যাগ তৈরির আড়ালে অস্ত্র কারখানা, দেখুন

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
জয়নগরে বেআইনি অস্ত্র কারখানার হদিশ, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-কার্তুজ