তাহলে মধ্যবিত্তের পাতে কবে ইলিশ উঠবে? জেলার মৎস্য ব্যবসায়ীদের ধারণা, এখনও প্রায় তিন সপ্তাহ থেকে এক মাস সময় লাগতে পারে জেলার বাজারগুলিতে ইলিশের যোগান বাড়তে। যোগান বাড়লে কিছুটা দাম কমবে। তখন বড় সাইজের ইলিশও পাওয়া যাবে। ফলে এখন ছোট ইলিশের ব্যাপক দামও অনেকটাই কমতে পারে বলে আশা। পাশাপাশি যোগান বাড়লে ক্রেতাদের চাহিদাও পূরণ করা যাবে।
advertisement
আরও পড়ুনঃ অন্তঃসত্ত্বা শুভশ্রীর বেবি বাম্পে আদর করছে ছোট্ট ইউভান, রাজের পোস্ট মুহূর্তে ভাইরাল, দেখুন অদেখা ছবি
আরও পড়ুনঃ সকাল থেকে ভাসছে বাংলা, ফের আকাশ ভাঙা বৃষ্টির পূর্বাভাস কয়েক জেলায়, দেখুন তালিকা
যদিও দাম বেশি হলেও, অনেকেই ইলিশ কিনছেন। বর্ষার শুরুতেই ইলিশের স্বাদ উপভোগ করতে বাড়তি টাকা খরচ করছেন তাঁরা। ক্রেতারা বলছেন, ছোট ইলিশ কিনতে হচ্ছে। দামও বেশি। আবার বড় ইলিশের তুলনায় স্বাদও কম। কিন্তু জলের রুপোলি শস্যের প্রতি লোভ সংবরণ করা বেশ কষ্টকর। তাই বাড়তি টাকা খরচ করে ইলিশ নিয়ে যাচ্ছেন অনেকে।
তবে যারা এই মুহূর্তে ইলিশের অনেকটা বেশি দাম দেখে পিছিয়ে রয়েছেন, তারাও আশা করছেন আগামী আরও কয়েকটা দিন গেলে ইলিশের দাম মধ্যবিত্তের নাগালের চলে আসবে।
Nayan Ghosh