সম্প্রতি, আইআইটি খড়গপুরের দেসরকার সেন্টার অফ এক্সিলেন্স ইন পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিংয়ের সহযোগী অধ্যাপক সন্দীপ ডি. কুলকার্নি, নয়াদিল্লিতে অনুষ্ঠিত ৮ম আন্তর্জাতিক তেল ও গ্যাস রসায়ন, রাসায়নিক এবং সংযোজন সম্মেলনে (IOGCA ২০২৫) আপস্ট্রিম ওয়েল ও গ্যাস শিল্পে (বয়স ৪০ বছর) রসায়ন ও রাসায়নিক প্রকৌশল বিভাগে এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেয়েছেন। নয়া দিল্লিতে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে আইআইটির এই সহযোগী অধ্যাপকের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। ড. কুলকার্নি ড্রিলিং এবং কমপ্লিশন প্রযুক্তি, হাইড্রোলিক ফ্র্যাকচারিং, CO2 জিও-স্টোরেজ এবং জিওথার্মাল এনার্জি-তে অগ্রণী গবেষণা পরিচালনা করেছেন।
advertisement
পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং এবং শক্তি উদ্ভাবন ক্ষেত্রে গবেষক অধ্যাপক কুলকার্নির উল্লেখযোগ্য অবদান রয়েছে। তার নতুন ভাবনা এবং উদ্ভাবনী আবিষ্কার সারা দেশের কাছে এক মাইল ফলক তৈরি করেছে। উন্নততর ও টেকসই গবেষণা তাকে এনে দিয়েছে এই বিশেষ সম্মান। আইআইটি সূত্রে খবর, অধ্যাপক কুলকার্নির ইতিমধ্যে ৩২টি পেটেন্ট প্রকাশনা এবং ৫০টিরও বেশি গবেষণাপত্র যা মর্যাদাপূর্ণ একাডেমিক জার্নালে এবং সোসাইটি অফ পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং (SPE) প্রকাশনাগুলিতে প্রকাশিত হয়েছে। আইআইটি খড়গপুরে মাত্র সাত বছরে, তিনি বহুজাতিক কর্পোরেশন, পাবলিক সেক্টর ইউনিট এবং MSME-এর সহযোগিতায় ১৬টি শিল্প-স্পন্সরিত গবেষণা ও উন্নয়ন প্রকল্প সফলভাবে পরিচালনা করেছেন, যা শিক্ষা এবং শিল্পের মধ্যে ব্যবধান উল্লেখযোগ্যভাবে পূরণ করেছে।
প্রসঙ্গত ড. কুলকার্নি ইনস্টিটিউট অফ ড্রিলিং টেকনোলজি (IDT), ONGC-এর সঙ্গে তার সহযোগিতামূলক গবেষণার জন্য একই সম্মেলনে সেরা পেপার প্রেজেন্টেশন পুরস্কারও পেয়েছেন।এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি আইআইটি খড়গপুরে আপস্ট্রিম ওয়েল ও গ্যাস ইঞ্জিনিয়ারিং এবং গবেষণা পরিচালনায় ড. কুলকার্নির অসামান্য কবে গান সত্যি অনস্বীকার্য।