TRENDING:

IIT Kharagpur: ‘ডেডলাইন ২০৩০...’! কমবে ধান, গম, সব শস‍্যের উত্‍পাদন, গবেষণায় ভয়ঙ্কর ভবিষ‍ত্‍ জানালেন খড়্গপুর IIT-র দুই বিজ্ঞানী

Last Updated:

আগামী ২০৫০ সালে স্বাভাবিকের তুলনায় ছয় গুণ বেড়ে যাবে ওজোনের পরিমান। আর এমনটা হলে গম কিংবা চালের উৎপাদন বেশ অনেক শতাংশ কমে যাবে। উৎপাদন কম হলে, পৃথিবীতে বাড়বে অনাহারের সংখ্যা। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পশ্চিম মেদিনীপুর:  শস্যের দেশ ভারতবর্ষ। ভারতবর্ষের বাংলা, মধ্যপ্রদেশ সহ একাধিক জায়গায় নানান খাদ্যশস্য চাষ হয়। তার মধ্যে যেমন ধান, গম, ভুট্টা-সহ অন্যান্য খাদ্যশস্য উৎপাদিত হয়। তবে সম্প্রতি আইআইটি খড়্গপুরের এক গবেষণা চমকে দিয়েছে সকলকে। আগামীতে বিপদ ঘনিয়ে আসছে মানুষের। যেকোনও মুহূর্তেই ঘটতে পারে নানা ঘটনা।
গবেষক জয়নারায়ন কুট্টিপুরথ
গবেষক জয়নারায়ন কুট্টিপুরথ
advertisement

রাষ্ট্রপুঞ্জের ঘোষণামত ‘জিরো হাঙ্গার’ ডেডলাইন ২০৩০, সহজ নয়। সারা পৃথিবীর মধ্যে প্রত্যেকটি মানুষের দুবেলা পেট ভর্তি খাওয়ার জোগান করা সহজ নয়, এর জন্য প্রতিবছর খাদ্যশস্য উৎপাদনের হার বাড়াতে হবে। তবে এতেই আশঙ্কার কালো মেঘ। পরিবেশ বিষয়ে আইআইটি খড়্গপুরের দুই গবেষকের গবেষণা রীতিমত চিন্তার হয়ে দাঁড়িয়েছে সকলের কাছে।

আরও পড়ুন: মুখে, হাতে লেগে ছাই! দাদুর দেহভস্ম মুখে পুরে দিল নাতি? তারপর যা হল…তোলপাড় সোশ‍্যাল মিডিয়া

advertisement

আইআইটি খড়্গপুরের কোরালের অধ্যাপক জয় নারায়ন কুট্টিপুরথ এবং গবেষক কে.এস অনঘের গবেষণা আশাব্যঞ্জক নয়। গবেষকেরা জানাচ্ছেন, ওজোন স্তরের দূষণ ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করতে পারে সাধারণ মানুষের মধ্যে। খাদ্যশস্যে নমুনা বিশ্লেষণ করে গবেষকেরা দেখিয়েছেন, ধান গম ভুট্টা এবং অন্যান্য খাদ্যশস্যের উৎপাদন কমিয়ে দিতে পারে ওজনের মাত্রাতিরিক্ত উপস্থিতি। যা দিনের পর দিন চিন্তার হয়ে দাঁড়াচ্ছে সকলের কাছে।

advertisement

সম্প্রতি আন্তর্জাতিক সায়েন্স জার্নাল এনভায়রনমেন্টাল রিসার্চে প্রকাশিত হয়েছে গবেষকদের এই গবেষণাপত্রটি। গবেষকেরা জানাচ্ছেন, ভূপৃষ্ঠের কাছাকাছি বাতাসে ওজনের পরিমাণ স্বাভাবিকের তুলনায় অনেক বেড়ে গিয়েছে।

আরও পড়ুন: ‘ধৈর্য্য ধরুন, আসতেছি আমি…’! ফিরতে চলেছেন শেখ হাসিনা! হঠাৎ করেই ঘুরছে বাংলাদেশের খেলা, পিছনে কোন অঙ্ক?

আগামী ২০৫০ সালে স্বাভাবিকের তুলনায় ছয় গুণ বেড়ে যাবে ওজোনের পরিমান। আর এমনটা হলে গম কিংবা চালের উৎপাদন বেশ অনেক শতাংশ কমে যাবে। উৎপাদন কম হলে, পৃথিবীতে বাড়বে অনাহারের সংখ্যা। রাষ্ট্রপুঞ্জের জিরো হাঙ্গার প্রকল্প কোনওভাবেই প্রতিফলিত হবে না।

advertisement

প্রসঙ্গত, যে পরিমাণ খাদ্যশস্য উৎপন্ন হয় তা উন্নয়নশীল দেশের কাছে সকল মানুষের পেটভর্তি খাবার জোগায় না। স্বাভাবিকভাবেই আগামী দিনে উৎপাদন কমতে শুরু করলে সারা বিশ্ববাসীর কাছে অত্যন্ত করুন দিন হয়ে দাঁড়াবে। গবেষকদের মত, সারা বিশ্বের স্বার্থে ওজোন দূষণে লাগাম দিতে হবে সাধারণ মানুষকে। তবে সম্প্রতি প্রকাশিত এই গবেষণা বেশ ভয়ঙ্কর সকলের কাছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বাংলায় বসেই দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দর্শন! আসানসোলবাসীর জন্য দারুণ চমক
আরও দেখুন

রঞ্জন চন্দ

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
IIT Kharagpur: ‘ডেডলাইন ২০৩০...’! কমবে ধান, গম, সব শস‍্যের উত্‍পাদন, গবেষণায় ভয়ঙ্কর ভবিষ‍ত্‍ জানালেন খড়্গপুর IIT-র দুই বিজ্ঞানী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল