প্রতিবছরের মতো এবছরও রঙ্গোলি এবং ইলুমিনেশন সেরিমনির আয়োজন করা হয়। ভারতের ঐতিহ্য ও পরম্পরাকে ফুটিয়ে তোলা হয়েছে আইআইটি ক্যাম্পাসে। বেশ কয়েকদিনের প্রচেষ্টায়, আইআইটি খড়গপুরের ক্যাম্পাসে শত শত প্রদীপ সাজিয়ে তোলা হয়। ধর্মীয় নানা সম্প্রীতি, সংস্কৃতি, পুরাণকে ছবির আকারে ফুটিয়ে তোলা হয়েছে প্রদীপ জ্বেলে। গোটা আইআইটি ক্যাম্পাস আলোকিত হয়েছে প্রদীপের আলোয়। শুধু তাই নয় আইআইটি পড়ুয়ারা রঙ্গোলি তৈরি করে। যে রঙ্গোলিতে ফুটিয়ে তোলা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে মানুষের মেলবন্ধন। বিভিন্ন রঙে ফুটিয়ে তোলা হয়েছে প্রযুক্তি থেকে সংস্কৃতি ও পরম্পরা।
advertisement
আরও পড়ুন: মায়ের আগমনে অবসান দেড়শ বছরের পুরনো বিবাদ! মিলে গেল ২ পাড়া, আনন্দ এখন দেখে কে
পশ্চিম মেদিনীপুরের আইআইটি খড়গপুরের টেকনোলজি স্টুডেন্টস জিমখানার উদ্যোগে প্রতিবছর এই ইলুমিনেশন ও রঙ্গোলি তৈরি করা হয়। মূলত পড়ুয়াদের উদ্যোগে ও চেষ্টায় বেশ কয়েক দশক ধরে এই পরম্পরা বজায় রেখেছে আইআইটি খড়গপুর। আইআইটি প্রাক্তনী, অধ্যাপক অধ্যাপিকাদের পাশাপাশি উপস্থিত ছিলেন খড়গপুরের মহকুমা শাসক সহ বিশিষ্টজনেরা। পড়ুয়াদের ভাবনা, তাদের সৃজনশীলতা এবং তাদের উদ্যোগ যথেষ্টই প্রশংসার দাবি রাখে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
প্রতিবছরের মতো এ বছরও শত শত প্রদীপ জ্বেলে আলোকিত হয় ক্যাম্পাস। যে প্রতিষ্ঠানে পড়ুয়ারা প্রযুক্তিবিদ্যার খুঁটিনাটি শিখতে আসে, সেখানেই দশকের পর দশক ধরে এমন অভিনব আয়োজন। আইআইটি কর্তৃপক্ষের এবং শিক্ষার্থীদের এমন অভিনব আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন সকলে।