আরও পড়ুন: আরজি করের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ হাই কোর্টের! আদালতের নজরদারিতে হবে তদন্ত
উপকূলের সীমানা থেকে ২ কিলোমিটার ভিতর পর্যন্ত নদী এবং খাঁড়ির জন্য এই আইন কার্যকরী হবে। এই সমস্ত এলাকায় মাছচাষ, চিংড়িচাষ-সহ সমস্ত কিছুর ক্ষেত্রে এই আইন কার্যকর হবে। নিয়মটি বিস্তারিত জানিয়ে দক্ষিণ ২৪ পরগনার মৎস্যচাষীদের সম্প্রতি অবগত করেছেন কোস্টাল আ্যকোয়াকালচার অথরিটির ডাইরেক্টর পি শঙ্করা রাও। সমস্ত মৎস্যচাষীদের এই সিএএ ফর্ম ফিল আপ করতে হবে বলে জানা গিয়েছে। না হলে ভবিষ্যতে পড়তে পারেন বিপদে।
advertisement
আরও পড়ুন: ছুটির আবেদন না করলেই অপসারণ! হাই কোর্টের পর্যবেক্ষণ শুনেই বড় পদক্ষেপ সন্দীপ ঘোষের
এই ফর্ম ফিল আপ করা না হলে ভবিষ্যতে ৩ বছরের জেল অথবা এক লাখ টাকার মত জরিমানাও হতে পারে। এছাড়াও উৎপাদিত ফসল নষ্ট অথবা কোস্টাল লাইনের কাছে মৎস্যচাষের উপর নিষেধাজ্ঞাও জারি করা হতে পারে। ফলে খুব শীঘ্রই এই সিএএ ফর্ম ফিল আপ করতে হবে উপকূলীয় এলাকার মৎস্যচাষীদের। না হলে ভবিষ্যতে বিপদের মুখে পড়তে পারেন তাঁরা। ফর্ম ফিল আপ করলে আর সমস্যা নেই তাদের।