TRENDING:

Tarapith: কৌশিকী অমাবস্যায় তারাপীঠ যাওয়ার প্ল্যান? হোটেলের ভিতর কী চলছে জানেন? যাওয়ার আগে সব জানুন, না হলেই ফাঁসবেন

Last Updated:

Tarapith: কৌশিক আমাবস্যা দিন তারাপীঠে আগত পর্যটকদের হোটেল সংক্রান্ত যদি কোনও সমস্যা হয় সেজন্য খোলা থাকবে হেল্প ডেস্ক বলে জানা গেছে। যদি কোনও হোটেল কর্তৃপক্ষ অতিরিক্ত ভাড়ার দাবি করেন তাহলে সেই হেল্প ডেস্ক এ এসে জানালে হোটেল অ্যাসোসিয়েশন সঙ্গে সঙ্গে সেই হোটেলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বীরভূম, সৌভিক রায়: আর দিন কয়েক পরেই তারাপীঠের ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যা। এক কথায় তারাপীঠের সবচেয়ে বড় মেগা উৎসব এটি। এমনিতে প্রত্যেকদিন দেশ ছাড়িয়ে বিদেশের বহু পর্যটক তারাপীঠ মা তারার মন্দির দর্শনের জন্য ছুটে আসেন। তবে এই ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যার এক অন্য প্রাধান্য এবং গুরুত্ব রয়েছে। ভক্তদের বিশ্বাস এই অমাবস্যার দিন মা তারার কাছে কোনও মনস্কামনা করলে এবং মা তারার কাছে মন ভরে প্রার্থনা করলে অসাধ্য সাধন হয়। আর সেই কারণেই প্রত্যেক বছর এই তারাপীঠ চত্বরে প্রায় কয়েক লক্ষ পর্যটকদের সমাগম ঘটে।
advertisement

তবে বিগত বেশ কয়েক বছর ধরে কৌশিকী অমাবস্যার দিন তারাপীঠে পর্যটকদের সংখ্যা অনেকটাই কমেছে। তবে হঠাৎ কেন এমন অবস্থা হল? এই বিষয়ে পর্যটক থেকে শুরু করে প্রশাসনের দাবি প্রশাসনের তরফ থেকে একাধিকবার মানা করার পরেও বেশ কিছু হোটেল অতিরিক্ত ভাড়া নির্ধারিত করছে পর্যটকদের জন্য। অন্যদিকে তিনদিনের জন্য প্যাকেজেরও সিস্টেম করে দিচ্ছে হোটেল কর্তৃপক্ষ। আর তার ফলে মধ্যবিত্তদের পক্ষে আমাবস্যার দিন পুজো দিতে এসে তিন দিনের প্যাকেজে তারাপীঠে থেকে এত টাকা খরচা করার মত সামর্থ্য হয়ে উঠছে না।

advertisement

আরও পড়ুন-ভয়ঙ্কর শক্তি বাড়ছে শনিদেবের…! ৩০ বছর পর নবপঞ্চম রাজযোগে কাঁপবে ত্রিলোক, ৩ রাশি ভাগ্যবান, শনির কৃপায় অর্থবৃষ্টি, খুলবে পোড়া কপাল

আর সেই কারণেই এই বছর হোটেল অ্যাসোসিয়েশনের তরফ থেকে স্পষ্ট ভাবে জানিয়ে দেওয়া হয়েছে কোনওভাবেই তিন দিনের প্যাকেজ রাখা যাবে না। কোনও পর্যটক যদি এসে একদিন থেকে মা তারা পুজো দিয়ে ফিরে যেতে চান তাহলে সেই সমস্ত পর্যটকদের একদিনের জন্যও হোটেল ভাড়া দিতে হবে সমস্ত হোটেল মালিককে।

advertisement

View More

আরও পড়ুন-আগামী ৪৮ ঘণ্টায়…! তেড়ে আসছে প্রবল দুর্যোগ, ঝড়-বৃষ্টিতে তছনছ হবে বাংলার কোন কোন জেলা, কলকাতাও কি ভাসবে? ক’দিন চলবে? জানাল IMD

সেরা ভিডিও

আরও দেখুন
আইনের ছাত্র থেকে পক্ষী বিশারদ, নামখানায় পাখির বিশাল সাম্রাজ্য দেখলে মন ভরে যাবে
আরও দেখুন

তারাপীঠ হোটেল অ্যাসোসিয়েশনের সেক্রেটারি সুনীল গিরি জানান, ‘প্রত্যেক বছর পর্যটকদের কাছ থেকে এরকম অভিযোগ পাওয়া যাচ্ছে যে হোটেল ভাড়া অতিরিক্ত নেওয়া হচ্ছে। আর সেই কারণেই এই বছর তিন দিনের প্যাকেজ বন্ধ রাখা হয়েছে।’ অন্যদিকে কৌশিক আমাবস্যা দিন তারাপীঠে আগত পর্যটকদের হোটেল সংক্রান্ত যদি কোনও সমস্যা হয় সেজন্য খোলা থাকবে হেল্প ডেস্ক বলে জানা গেছে। যদি কোনও হোটেল কর্তৃপক্ষ অতিরিক্ত ভাড়ার দাবি করেন তাহলে সেই হেল্প ডেস্ক এ এসে জানালে হোটেল অ্যাসোসিয়েশন সঙ্গে সঙ্গে সেই হোটেলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করবে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Tarapith: কৌশিকী অমাবস্যায় তারাপীঠ যাওয়ার প্ল্যান? হোটেলের ভিতর কী চলছে জানেন? যাওয়ার আগে সব জানুন, না হলেই ফাঁসবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল