ক্রমশ দিঘায় পর্যটকের সংখ্যা বাড়ছে, পর্যটকের ভিড় যত বাড়ছে বিভিন্ন বিষয়ে পর্যটকদের নানা সমস্যার সম্মুখীন হতে হয়েছে। সমস্যায় পড়া পর্যটকদের জন্য দিঘা- শংকরপুর উন্নয়ন পর্ষদ আগেই একটি whatsapp নম্বর চালু করেছে। পর্যটকরা কোনও সমস্যার সম্মুখীন বা তাদের কোনও অভাব অভিযোগ থাকলে এই নম্বরে প্রশাসনকে সরাসরি জানাতে পারেন। পর্যটকদের অভিযোগের ভিত্তিতে দ্রুতই ব্যবস্থা নিতে শুরু করেছে প্রশাসন।
advertisement
নম্বরটি প্রায় কয়েক মাস আগে চালু হলেও বহু সংখ্যক পর্যটকেরা এখনও জানে না। নম্বরটি জানাতে পর্যটকের উদ্দেশ্যে মাইকিং করা শুরু করেছে প্রশাসন। দিঘায় সমুদ্র স্নানের মজা উপভোগ করার পাশাপাশি ঘুরে বেড়ানোর আনন্দ উপভোগ করতে পর্যটকদের কোনও সমস্যার সম্মুখীন যদি হতে হয় তাহলে ৭৫০১২৯৫০০১ নম্বরে হোয়াটসঅ্যাপ মেসেজ ছবি বা ভিডিও পাঠানোর অনুরোধ করা হয়েছে।
আরও পড়ুন – IMD Weather Alert: দিনের বেলাতেই ফের ঘনিয়ে আসবে রাত! প্রবল বেগে ঝোড়ো হাওয়া, বাজের ঝলকানিতে আকাশ ফালাফালা
প্রশাসন সূত্রে জানা যায় হোয়াটসঅ্যাপ নম্বর ৭৫০১২৯৫০০১ সবসময় পর্যটকদের সাহায্যে করতে প্রস্তুত। এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে জানা যায়, ওই whatsapp নাম্বারে অভিযোগ আসার পরে তা খতিয়ে দেখা হয়। অভিযোগ খতিয়ে দেখার পর উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে প্রশাসন। কিছু কিছু ক্ষেত্রে পুলিশি সহায়তাও বা পুলিশি পদক্ষেপ গ্রহণ করা হয়।
প্রসঙ্গত বর্তমান সময়ে দিঘা পর্যটনকেন্দ্র জনপ্রিয়তা নিরিখে ভারতের অন্যতম সমুদ্র সৈকত গোয়ার কাছাকাছি। মেরিন ড্রাইভ, বিশ্ববাংলা পার্ক, কফি হাউস, ঝাঁ চকচকে সৈকত সরণী সহ একগুচ্ছ প্রকল্প রূপায়ণে দিগার ব্র্যান্ড ভ্যালু এখন বিশ্বমানের। রূপসী দিঘার রূপ সৌন্দর্য উপভোগ করতে ছুটির দিন বা উইকন্ডে পর্যটকদের ঢল নামছে। ফলে দিঘার দিকে বাড়তি নজর রয়েছে প্রশাসনের।
Saikat Shee