এই আকর্ষণীয় প্রতিমা নজর কেড়েছে দর্শনার্থীদের । আশ্রমের চিরাচরিত রীতি মেনেই দেবীদুর্গার পুজো চলছে। মায়ের পুজোর পাশাপাশি মণ্ডপ চত্বরের হরি মন্দিরে মহাষষ্ঠীর দিনে শুরু হয়েছিল অখন্ড হরিনাম সংকীর্তন, চলবে দশমী পর্যন্ত। এখানে নবমীর দিন হয় কুমারী পুজো ও চন্ডী পাঠ। আশপাশের বিভিন্ন গ্রাম সহ দূরদূরান্ত থেকে ভক্তরা এই পুজোতে শামিল হয়েছেন।
advertisement
আরও পড়ুন: দশমীতে ঘটতে চলেছে বিরল রাজযোগ, এই ৩ রাশির ভাগ্য বদলাতে চলেছে, যেখানে হাত দেবে তাই সোনা….
আশ্রম কতৃপক্ষের দাবি, সম্ভবত এই প্রথম এত মৌলিক মা দুর্গার মূর্তি নির্মাণ করে চলছে পুজো। এর জন্য সারা বছর অপেক্ষা করে থাকেন দর্শনার্থীরা। আন্তরিক পুজো দেখতে ভালবাসেন অনেকেই। থিম নয়, যেন ভাবধারার পুজো মানুষকে বেশি টানে। বাঁকুড়া জঙ্গলমহলে সেই উদাহরণ চোখে পড়ল।
আরও পড়ুন:সম্পর্কের আঁচ ক্রমশ কমছে, সকালে উঠেই ৪টে কাজ করুন, জীবনে নতুন প্রেম আসবেই
জঙ্গলমহলে সন্ন্যাসী এবং তাঁর শিষ্যদের হাতে বানানো এই মূর্তি যেন নজর কেড়েছে প্রত্যেকের। মানুষের ঢল নামছে, যা চোখে পড়ার মত। শহরের পুজোগুলির মতোই প্রাধান্য পাচ্ছে আশ্রমের এই পুজো যা সত্যিই এক বিশেষ বার্তা বহন করে।
নীলাঞ্জন ব্যানার্জি